পারভেজ হাসান, বেরোবি প্রতিবেদক
রংপুর সম্মিলিত সাংবাদিক সমাজের আহ্বায়ক ও রংপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য, জ্যেষ্ঠ সাংবাদিক আব্দুস সাহেদ মন্টুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুরের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।
এক শোক বার্তায় উপাচার্য বলেন, আব্দুস সাহেদ মন্টু দেশি ও বিদেশি বিভিন্ন গণমাধ্যমে দীর্ঘদিন পেশাদারিত্বের সঙ্গে সাংবাদিকতা করেছেন। রংপুর অঞ্চলে দায়িত্বশীল, নৈতিক ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা প্রতিষ্ঠায় তাঁর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্মরণীয়। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, জ্যেষ্ঠ সাংবাদিক আব্দুস সাহেদ মন্টু মঙ্গলবার (০৬ জানুয়ারি, ২০২৬) ভোরে রংপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে-মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।


