মোসা বেবিয়ারা খাতুন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
কোম্পানী কমান্ডারের কার্যালয় সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প র্যাব-৫. রাজশাহী
প্রাইভেট কারে অভিনব কায়দায় অবৈধ মাদক গাঁজা বহনকালে ৩২.৭৪০ কেজি গাঁজাসহ ১ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে সিপিসি-১, র্যাব-৫।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধ নিয়ন্ত্রণ ও অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৫, রাজশাহী, সিপিসি-১. চাঁপাইনবাবগঞ্জ এর একটি আভিযানিক দল ২৪ ডিসেম্বর ২০২৫ তারিখ সকাল ০৮:০০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন ১৪নং সুন্দরপুর ইউপিস্থ মোল্লান মোড় (চৌরাস্তা মোড়) জনৈক খায়রুল ইসলাম এর চায়ের দোকানের সামনে দক্ষিন পাশে পাকা রাস্তার উপর হতে মাদক কারবারী ১। আহাম্মদ আলী (২৬), পিতা-মৃত মধু মিয়া, সাং-উসাইল, ডাকঘর-চারিনাও, থানা-হবিগঞ্জ সদর, জেলা-হবিগঞ্জ’কে ৩২.৭৪০ কেজি গাঁজা ও তার ব্যবহৃত প্রাইভেট কারসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।
ঘটনা সূত্রে জানা যায়, ২৪ ডিসেম্বর ২০২৫ ইং তারিখ র্যাব-৫, সিপিসি-১ এর একটি আভিযানিক টহল দল চাঁপাইনবাবগঞ্জ জেলার সকল থানা এলাকায় টহল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনার উদ্দেশ্যে বাহির হয়। অভিযান পরিচালনার ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, দুইজন ব্যক্তি প্রাইভেট কারে করে অবৈধ মাদকদ্রব্য গাঁজা নিয়ে হবিগঞ্জ জেলা হতে ২৩ ডিসেম্বর ২০২৫ তারিখ রওনা হয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলায় বিক্রয়ের উদ্দেশ্যে আসতেছে।
উক্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক টহল দল চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন ১৪নং সুন্দরপুর ইউপিস্থ মোল্লান মোড় (চৌরাস্তা মোড়) জনৈক খায়রুল ইসলাম এর চায়ের দোকানের সামনে দক্ষিন পাশে পাকা রাস্তার উপর অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করা হয়। অস্থায়ী চেকপোষ্ট চলাকালে ২৪ ডিসেম্বর ২০২৫ তারিখ ০১টি সাদা রংয়ের প্রাইভেট কার চেকপোস্টের কাছে আসলে ঘটনাস্থলে মাদক কারবারী ১। আহাম্মদ আলী (২৬), পিতা-মৃত মধু মিয়া, সাং-উসাইল, ডাকঘর-চারিনাও, থানা-হবিগঞ্জ সদর, জেলা-হবিগঞ্জ’কে গ্রেফতার করা হয় এবং প্রাইভেট কারে অভিনব কায়দায় রক্ষিত ৩২.৭৪০ কেজি অবৈধ মাদক গাঁজা উদ্ধার করা হয়।


