আজিজুল গাজী জেলা প্রতিনিধি, বাগেরহাট।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলা শাখার আহবায়ক এর শূন্যপদে ভারপ্রাপ্ত আহবায়ক হিসাবে মোল্লা রাজু আহমেদ কে দায়িত্ব দেওয়া হয়েছে।
৯ই জানুয়ারী ২০২৬ তারিখ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এর নির্দেশক্রমে সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া সাক্ষরিত পত্রে ফকিরহাট উপজেলা যুবদলের আহবায়ক শেখ মুশফিকুজ্জামান রিপন পদত্যাগ করে বিএনপির (মূল দলে) কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বীতা করার কারণে তাঁর এই শুন্য পদে মোল্লা রাজু আহমেদ কে ভারপ্রাপ্ত আহবায়কের দায়িত্ব দেওয়া হয়।
মোল্লা রাজু আহমেদ কে ভারপ্রাপ্ত আহবায়ক করায় ফকিরহাট উপজেলা যুবদলের আয়োজনে ১০ জানুয়ারী বিকাল চারটায় আনন্দ মিছিল ফকিরহাট বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে ডাকবাংলো মোড়ে পথসভায় বক্তব্য দেন যুবদলের সাবেক আহবায়ক শেখ মুশফিকুজ্জামান রিপন,
সদস্য সচিব লায়ন দেলোয়ার হোসেন,
আলিমুল রাজু,জাহাঙ্গীর হোসেন,
এসময় আরো উপস্থিত ছিলেন
লিঠু,সাইফুল,বাধন,রবি ফকির,এস এ পলাশ,সৈয়দ খুরশিদ আলম, নাজিম,মিন্টু বুলু,শেখ খালিদ, শের আলি, শরিফ, শাওন,বায়জিদ,
নূর ইসলাম, কবির, মুরাদ,বাদশা,
সাব্বির, পিলজ আলামিন,আরব ফেরদৌস, ইমদাদুল,মেহদী, মৃদুল,মামুন,
বাদশা,সাফায়াত,শাহনেওয়াজ বাবু,
এনামুল, রনি,সুজাত,মামুন,সুজন, আরিফ, মুক্ত, আনারুল প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com