জাকির আহমেদ, মদন (নেত্রকোনা) প্রতিনিধিঃ
নেত্রকোনা ফরম ফিলাপের নামে অতিরিক্ত অর্থ আদায় করার অভিযোগে নেত্রকোনার মদন উপজেলার মাঘান উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষককে শোকজ করা হয়েছে।
অতিরিক্ত টাকা আদায়ের সত্যতা পাওয়ায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম খোকন ও সহকারি শিক্ষক আব্দুল গণিকে এ শোকজ করা হয়।
মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন মদন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শফিকুল বারী।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মাঘান উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের নিকট হতে ৯ হাজার টাকা করে নেয় স্কুল কর্তৃপক্ষ। এ বিষয়ে প্রতিবাদ করায় ঝুমন মিয়া নামের এক অভিভাবকে লাঞ্ছিত করেন উক্ত প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক আব্দুল গণি। এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার কাছে লিখিত অভিযোগ করে ওই অভিভাবক।
এ নিয়ে বিভিন্ন জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। পরে বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে। পরে উপজেলা একাডেমি সুপারভাইজার বিদ্যালয়ে সরজমিনে গিয়ে বিষয়টির খোঁজ নিলে কয়েকজন শিক্ষার্থীর টাকা ফেরত দেয় বিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল সোমবার বিদ্যালয়ের দুই শিক্ষককে শোকজ করা হয়েছে। ৩ কর্মদিবসের মধ্যে শোকজের জবাব দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।
একাডেমিক সুপারভাইজার জোসনা বেগম জানান, ' ইউএনও স্যারের নির্দেশে মাঘান উচ্চ বিদ্যালয়ে গিয়েছিলাম। ঘটনার সত্যতা মিলেছে। আদায়কৃত অতিরিক্ত অর্থ ছাত্রদের ফেরত দেওয়া হয়েছে।'
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বেদবতী মিস্ত্রী জানান, " লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে উক্ত প্রতিষ্ঠানে একাডেমিক সুপারভাইজারকে পাঠিয়েছিলাম। প্রাথমিক ভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।"
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com