নিজস্ব প্রতিবেদক
ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক রবিউল ইসলাম গুরুতর আহত হয়েছে।
রবিউল ইসলাম ভাঙ্গা পৌরসভার ১নং ওয়ার্ডের বাইশাখালী গ্রামের ছয়ফল মাতব্বরের ছেলে।
রবিবার (২ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে তিনি মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। এ সময় ভাঙ্গা-খুলনা মহাসড়কের বাইশাখালী এলাকায় বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রবিউল ইসলাম মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, পরে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com