ঢাকাTuesday , 9 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন

ফারইস্টের প্রধান কার্যালয়ে হামলা, ভাঙচুর-লুটপাট

admin
September 9, 2025 6:24 pm
Link Copied!

-আকিবুজ্জামিন

রাজধানীর তোপখানা রোডে অবস্থিত দেশের শীর্ষ ইসলামী বিমা প্রতিষ্ঠান ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির প্রধান কার্যালয়ে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

সোমবার (০৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ঘটে যাওয়া এ ঘটনায় কোম্পানির সিকিউরিটি ইনচার্জসহ অন্তত তিনজন আহত হয়েছেন। হামলাকারীরা অফিস কক্ষ ভাঙচুরের পাশাপাশি বেশ কিছু মূল্যবান ইলেকট্রনিক্সসামগ্রী লুট করে নিয়ে যায়।

কোম্পানি কর্তৃপক্ষ জানায়, প্রায় ৬০ থেকে ৭০ জন বহিরাগত সন্ত্রাসী অফিসে ঢুকে কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে অশ্রাব্য ভাষায় গালাগাল করে এবং আতঙ্ক সৃষ্টি করে। তাদের নিবৃত করতে গেলে কোম্পানির ভাইস প্রেসিডেন্ট (লিগ্যাল অ্যান্ড এস্টেট) মো. আজগর আলী ও সিকিউরিটি ইনচার্জ মো. আব্দুর রাজ্জাকসহ তিনজন আহত হন। সন্ত্রাসীরা টানা প্রায় তিন ঘণ্টা মুখ্য নির্বাহী কর্মকর্তার কার্যালয় অবরুদ্ধ করে রাখে এবং ভাঙচুর চালায়।

ফারইস্ট কর্তৃপক্ষের অভিযোগ, নজরুল-খালেক বোর্ডের সময়কালীন অর্থ আত্মসাতের ঘটনায় জড়িত ব্যক্তিদের ইন্ধনেই এ হামলা চালানো হয়েছে।

কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান বলেন, এ ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলা যায় না। অর্থ আত্মসাৎকারীদের ইন্ধনে বহিরাগতরা বহুদিন ধরে প্রধান কার্যালয়ে বিভিন্নভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছে। আজকের হামলাও তারই ধারাবাহিকতা।

তিনি আরও জানান, এ ঘটনায় কোম্পানির পক্ষ থেকে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। হামলার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অফিসকর্মীরা স্বাভাবিকভাবে কাজে ফিরতে সক্ষম হন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST