মনিরুজ্জামান জাহিদ জেলা প্রতিনিধি বগুড়া
২৫শে অক্টোবর ২৪ ইং বগুড়া জেলার সারিয়াকান্দি থানার সদর ইউনিয়নের উত্তর বরুবাড়ী, দেউলী, তাজুর পাড়া ও পারতিতপরল গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে যে, এক হিংস্র প্রাণীর আবির্ভাব হয়েছে এবং বিভিন্ন গ্রামে ঢুকে মানুষদের আক্রমণ করতেছে।
জানা যায়, পারতিতপরল গ্রাম নিবাসী মরহুম সৈয়দ আলী প্রামানিকের ছেলে শফিকুলের স্ত্রীকে আক্রমণ করে মুখ মন্ডল, দুই হাত দুই কাঁধ ও পিঠে ক্ষতবিক্ষত করে দিয়েছে। পরক্ষণে একই গ্রামের বাবলু নামের এক যুবককে আক্রমণ করার কালে যুবকটি উক্ত হিংস্র বন বিড়ালের পা ধরে ঘুরাতে ঘুরাতে এক গাছের সঙ্গে উপর্যুপরি আঘাত করে হত্যা করে।
মৃত প্রাণীটিকে অনেকেই মেছো বাঘ বলে দাবী করেছে।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com