মোঃ শাহজালাল, বরগুনা।।
জাতীয় হাফেজ ঐক্য পরিষদ বাংলাদেশ বরগুনা শাখার উদ্যোগে পবিত্র কুরআন শিক্ষার প্রচার-প্রসার এবং তরুণ প্রজন্মকে ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ করতে ‘হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০২ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকেল পর্যন্ত শহরের আব্দুল্লাহ ইবনে উম্মে নাখতুন (রাঃ) কলেজ রোডে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
জাতীয় হাফেজ ঐক্য পরিষদ বাংলাদেশ ২০১৬ সালে প্রতিষ্ঠার পর থেকে ইসলামী শিক্ষা, ইতিহাস-ঐতিহ্য, সংস্কৃতি এবং শরীয়াহভিত্তিক সামাজিক সচেতনতা বিস্তারে কাজ করে যাচ্ছে। সংগঠনটি মুসলমানদের মধ্যে ফরজিয়্যাত জ্ঞান, কুরআন শিক্ষা, আদর্শ পরিবার গঠন ও হালাল অর্থব্যবস্থা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
এবারের প্রতিযোগিতায় ৫, ১০ ও ৩০ পারা বিভাগে যথাক্রমে ১০, ১৫ ও ১৮ বছরের বয়সী শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। নির্ধারিত প্রতিনিধি থেকে ১০০ টাকা দিয়ে ফরম সংগ্রহ, ছবি ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে প্রতিযোগিদের নিবন্ধনের সুযোগ দেওয়া হয়। আন্তর্জাতিক বা জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা অংশ নিতে পারেনি। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়- বিচারকমণ্ডলীর সিদ্ধান্তই হবে চূড়ান্ত এবং যুক্তিযুক্ত অভিযোগ গ্রহণযোগ্য হবে।
প্রতিটি গ্রুপে ১ম থেকে ৭ম স্থান অর্জনকারীদের সনদ ও আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাতীয় হাফেজ ঐক্য পরিষদ বাংলাদেশ বরগুনা জেলা শাখার সভাপতি হাফেজ মোঃ কাওছার মাহমুদ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অন্ধ হুজুর হাফেজ মাহমুদুল হাসান মিরাজ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি মাহবুব নাইম, হাফেজ মাওলানা জাকারিয়া ও হাফেজ আরাফাতসহ স্থানীয় উলামায়ে কেরাম।
এ ছাড়া বরগুনা প্রেসক্লাবের সভাপতি সোহেল হাফিজ, সহ-সভাপতি মো. হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আবু জাফর মো. সালেহ, অর্থ সম্পাদক জাহাঙ্গীর কবীর মৃধাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে প্রতিযোগিতা প্রাঙ্গণ ছিল উৎসবমুখর।
আয়োজকরা জানান, ‘এসো কুরআনের আঙ্গিনায়-কিতাবুল্লাহর পথে হাত মিলাও’ স্লোগানে পরিচালিত এ আয়োজন তরুণ প্রজন্মকে কুরআন শেখা ও অনুশীলনে আরও অনুপ্রাণিত করবে। ভবিষ্যতেও ধারাবাহিকভাবে এ ধরনের আয়োজনে পরিষদ আরও সক্রিয় ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।


