বরগুনা প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরগুনার বেতাগী উপজেলায় সাত শতাধিক হিন্দু ধর্মাবলম্বী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন।
শুক্রবার (২৮ নভেম্বর) রাতে বেতাগী পৌরসভার জেলে পাড়ায় স্থানীয় বিএনপির আয়োজিত এক মতবিনিময় সভায় তারা বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও বরগুনা-০২ আসনের মনোনীত প্রার্থী আলহাজ্ব নুরুল ইসলাম মণির হাতে ফুলের তোড়া দিয়ে যোগদান করেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম মণি বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হলে ধর্মীয় সংখ্যালঘুদের ৫৪ বছরের বঞ্চনা দূর হবে। ধর্ম যার যার, রাষ্ট্র সবার এ নীতি সুসংহত করে তাদের সাংবিধানিক অধিকার ও জান-মালের নিরাপত্তা নিশ্চিত করা হবে। বিএনপি ক্ষমতায় থাকলে দেশে উন্নয়ন হয় এবং বরগুনা-০২ আসন বরাবরই বিশেষ গুরুত্ব পেয়ে এসেছে। ভবিষ্যতেও এ উন্নয়নধারা অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফার প্রতি সমর্থন জানিয়ে যোগদানকারী হিন্দু ধর্মাবলম্বীরা বলেন, এলাকার সামগ্রিক উন্নয়ন ও নিরাপত্তার স্বার্থে তারা ধানের শীষে ভোট প্রদান করবেন এবং বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আনতে কাজ করবেন। একইসঙ্গে তারা তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করেন।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বেতাগী উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির মল্লিক। অনুষ্ঠানে বক্তব্য রাখেন। বেতাগী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শাহজাহান কবির, বরগুনা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কে এম শফিকুজ্জামান মাহফুজ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাবেদুল ইসলাম জুয়েল, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সানাউল্লাহ সানি, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফয়জুল মালেক সজীব প্রমুখ।
দলটির স্থানীয় নেতাকর্মীদের মধ্য এক পর্যায়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এ যোগদান অনুষ্ঠান সম্পন্ন হয়।


