মোসা বেবিয়ারা খাতুন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
বাংলাদেশী বাসিন্দা শিবগঞ্জের শাহবাজপুর ইউনিয়ন পরিষদের মেম্বার মোঃ মুনিরুল ইসলাম (লাঠি)র আম্মা মোসাঃ রোজিয়া খাতুন দীর্ঘ অসুস্থতা ও বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেন। তিনার মৃত্যুতে তাদের ভারতীয় নাগরিক আত্মীয়-স্বজনদের দেখানোর জন্য বিজিবির ৫৯ মহানন্দা ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার আজমতপুর বিওপি কর্তৃক পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফকে এই মানবিক বার্তাটি পৌঁছে দেন। এরই পরিপ্রেক্ষিতে বিএসএফ মরহুমার আত্মীয়-স্বজনদের দেখানোর সুযোগ করে দেন।
স্থানীয় সমাজকর্মী আরাফাত হোসেন, পরিচালক; আলোর পথে স্বেচ্ছাসেবী সংগঠন জানান এর আগেও আমরা বিজিবির মানবিক কর্মকান্ড লক্ষ্য করেছি যা সত্যিই প্রশংসার দাবিদার। দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর এই বন্ধন ও মানবিকতা অব্যাহত থাকবে বলে আমরা বিশ্বাস করি।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com