ঢাকাMonday , 12 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে পত্রিকার হকারদের মাঝে শীতবস্ত্র বিতরণ

    admin
    January 12, 2026 9:55 pm
    Link Copied!

    আজিজুল গাজী , জেলা প্রতিনিধি, বাগেরহাট।

    প্রচণ্ড শীতে মাঠপর্যায়ে কর্মরত পত্রিকার হকারদের পাশে দাঁড়িয়েছে বাগেরহাট উপজেলা প্রেসক্লাব। মানবিক দায়িত্ববোধ থেকে ক্লাবের উদ্যোগে পত্রিকার হকারদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
    সোমবার (১২ জানুয়ারি) সকালে বাগেরহাট শহরের রেল রোডস্থ বাগেরহাট উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় বাগেরহাটে কর্মরত বিভিন্ন পত্রিকার হকারদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।
    শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাসুম হাওলাদার, সাধারণ সম্পাদক তানভীর সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক মাহামুদ হাসান, অর্থ সম্পাদক মাহবুবুর রহমান বাদল, নির্বাহী সদস্য শ্যামল ঘোষ ও এনামুল ইসলাম খান।
    অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মাসুম হাওলাদার বলেন,
    “পত্রিকার হকাররা প্রতিদিন ভোর থেকে পরিশ্রম করে সংবাদপত্র মানুষের দোরগোড়ায় পৌঁছে দেন। শীতের কনকনে ঠান্ডার মধ্যেও তারা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন। তাদের এই পরিশ্রম ও কষ্টের কথা বিবেচনা করেই বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে এই সামান্য উদ্যোগ নেওয়া হয়েছে।”
    সাধারণ সম্পাদক তানভীর সোহেল বলেন,
    “সমাজের অবহেলিত ও শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানো বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের একটি নিয়মিত মানবিক কার্যক্রম। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কর্মসূচি অব্যাহত থাকবে।”
    শীতবস্ত্র পেয়ে পত্রিকার হকাররা সন্তোষ প্রকাশ করেন এবং এই মানবিক উদ্যোগের জন্য বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানান।
    স্থানীয় সচেতন মহলের মতে, শীত মৌসুমে শ্রমজীবী মানুষের পাশে এমন উদ্যোগ সামাজিক দায়িত্ববোধের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST