ঢাকাTuesday , 6 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বাঘাইছড়িতে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকো’র স্মরণে তাতীঁদলের দোয়া মাহফিল

    admin
    January 6, 2026 10:00 pm
    Link Copied!

    নোমাইনুল ইসলাম, বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি :

    রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আরাফাত রহমান কোকো’র স্মরণে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
    মঙ্গলবার (৬ জানুয়ারি) বাদ আছর বাঘাইছড়ি উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর তাতীঁ দলের উদ্যোগে এ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। শোকাবহ ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় মুসল্লি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
    অনুষ্ঠানে বাদ আছর পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে খতমে কোরআন সম্পন্ন করা হয়। পরে বাদ মাগরিব মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
    দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি নিজাম উদ্দিন বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওমর আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রহমতুল্লাহ খাজা এবং জেলা বিএনপির সহ কৃষি বিষয়ক সম্পাদক সেলিম উদ্দীন বাহারী।
    এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা তাতীঁ দলের সভাপতি রনল বিকাশ চাকমা, সাধারণ সম্পাদক মোঃ আলী আকবর, পৌর তাতীঁ দলের সভাপতি মোঃ খিজির আহাম্মদ, সাধারণ সম্পাদক মোঃ সবুজসহ বিএনপি, তাতীঁদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
    খতমে কোরআন শেষে মধ্যমপাড়া জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা রবিউল ইসলাম বিশেষ মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে মরহুমদের রূহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, স্থিতিশীলতা, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের কল্যাণ কামনা করা হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST