মাহাদী হাসান, যশোর থেকে//
আজ শনিবার বেলা পাঁচ ঘটিকায় অভয়নগর উপজেলা ৬ নং বাঘুটিয়া ইউনিয়ন কর্তৃক আয়োজিত রবিউল আওয়াল মাসকে অনুসরন করে সিরাত মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত সিরাত মাহফিল আয়োজন করেন বাঘুটিয়া ইউনিয়ন এর বাংলাদেশ শ্রমীক কল্যান ফেডারেশনের পক্ষ হতে।
এই আলোচনায় সভাপতিত্ব করেন বাঘুটিয়া ইউনিয়ন এর সাবেক সভাপতি মো হাফেজ তৌহিদ।
আলোচনায় উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলার সেক্রেটারি মো ইউনুস আকুন্জি।বাংলাদেশ জামায়েতে ইসলাম শ্রমীক কল্যান ফেডারেশন। ইন্জিনিয়ার মো শাকিল আহমেদ উপজেলা বাঘুটিয়া ইউনিয়ন তদারককারি।
মো আসর আলি ৬ নং বাঘুটিয়া ইউনিয়ন তদারককারি,গোলাম মোস্তফা ইউনিয়ন সভাপতি, আলাউদ্দিন সহ সভাপতি,আব্দুস সাত্তার ওয়ার্ড সভাপতি, মাহাদী হাসান ওয়ার্ড সেক্রেটারি, আলমগীর হোসেন ওয়ার্ড সভাপতি ও আলাউদ্দিন ওয়ার্ড সভাপতি সহ আর অনান্য সাধারনজনতা ও নেতাকর্মিবৃন্দ।
উক্ত আলোচনায় আমাদের প্রিয় নবীর সানে হাদিস সুন্নাহ সহ ইসলামের সকল শান্তি পূর্ন দিক নির্দেশনা দিয়ে এবং বাংলাদেশে একটা ইসলামীক দেশ হিসাবে প্রতিষ্ঠিত করে আল্লাহর ও তার প্রিয় নবী রাসুল পাক( সঃ) এর দিক নির্দেশনা সহ পবিত্র কোরআনের নিয়মনুসারে চলা সহ প্রত্যেককে ভ্রাতৃত্ববোধ বজায় রেখে সমাজে আদর্শ মানুস হিসাবে চলার আহ্বান করেন।
সর্বশেষ দোয়া করার মধ্য দিয়ে আলোচনা বিষয়ক সিরাত মাহফিল আজকের মত সমাপ্ত ঘোষনা করা হয়।