মোঃ রেজাদুল ইসলাম রেজা, গাইবান্ধা জেলা//
গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের ফুলছড়ি-সাঘাটার মুখী, রিফাইতপুর দক্ষিণ রামনাথের ভিটা মসজিদের সামনের রাস্তার বেহাল অবস্থা চরম দুর্ভোগ সৃষ্টি করেছে। শুধু এই অংশ টুকু নয়, বাদিয়াখালী বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জামাল মিয়া ছমিল হইতে সাহা পাড়া চৌরাস্তা রাস্তা পর্যন্ত সড়কের আরও ভয়ানক অবস্থা।
সরেজমিনে দেখা যায়, সদর উপজেলার বাদিয়াখালীর প্রবেশমুখ পর্যন্ত সড়কটিতে দীর্ঘদিন ধরে পানি জমে থাকার কারণে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। খানাখন্দে ভরা এ সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন স্কুল কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থী সহ সাধারণ যাত্রী।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে রাস্তায় বড় বড় গর্ত সৃষ্টি হয়ে পানি জমে থাকে। এতে পথচারী ও যানবাহন চালকরা প্রতিদিনই ভোগান্তির শিকার হচ্ছেন। বিশেষ করে বৃষ্টির সময় গর্তে জমে থাকা পানি কারণে দুর্ঘটনা ঘটে যায় এতে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাচ্ছেন স্কুল, কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীরা সকল প্রকার ব্যবসায়ী ,
এলাকার বাসিন্দারা বলেন, “রাস্তাটির এমন অবস্থার কারণে যাতায়াতে ভোগান্তি তো আছেই, একই সাথে দুর্ঘটনার ঝুঁকিও প্রতিনিয়ত বাড়ছে। অথচ সমস্যার সমাধানে কোনো উদ্যোগ চোখে পড়ছে না কারো,
তাদের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দ্রুত পদক্ষেপ নিয়ে রাস্তা সংস্কার করে এলাকার মানুষের ভোগান্তি লাঘব করেন।
দ্রুত রাস্তাঘাট সংস্কার ও সঠিক ব্যবস্থা নিশ্চিত করার জন্য স্থানীয় সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী