মোঃ রেজাদুল ইসলাম রেজা, গাইবান্ধা জেলা থেকে//
গাইবান্ধার সদর উপজেলার পুরাতন বাদিয়াখালী ইউনিয়ন জুড়ে হাতে গনা কয়েকটি যেমন হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা, আর সেই দুর্গাপূজা ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি। ইউনিয়নের বিভিন্ন মণ্ডপে প্রতিমা নির্মাণ, ডেকোরেশন করে প্যান্ডেল সাজসজ্জা ও আলোকসজ্জার কাজ এখন শেষ পর্যায়ে বলতে গেলে চলে।
বাদিয়াখালী ইউনিয়নের কয়েকটি মণ্ডপে গিয়ে সরেজমিনে দেখা যায়। শিল্পীরা খেয়ে না খেয়ে দিন-রাত ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরির কাজে। অনেক মণ্ডপে ইতোমধ্যে প্রতিমার রঙতুলি সম্পন্ন হওয়ার পর্যায়ে , চলছে ডেকোরেশন আলোক সাজসজ্জার শেষ মুহূর্তের ছোঁয়া। পূজামণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ সঙ্গে কথা বলে জানা যায় , সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন করতে স্বেচ্ছাসেবক দল গঠন করা হয়েছে। এছাড়াও সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে পূজামণ্ডপ,
প্রশাসন জানিয়েছে, পূজাকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রতিটি মণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ, র্যাব ও আনসার সদস্যদের পাশাপাশি স্থানীয় স্বেচ্ছাসেবকরাও নিরাপত্তার কাজে সহযোগিতা করবেন। এ ছাড়া প্রতিটি পূজামণ্ডপে আলাদা পর্যবেক্ষণ তালিকা তৈরি করে তদারকির ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান।
আগামী কয়েক দিনের মধ্যেই অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিক পূজার্চনা। এ উপলক্ষে গাইবান্ধা বাদিয়াখালী জুড়ে এখন উৎসবের আমেজ বিরাজ করছে।
দুর্গাপূজাকে ঘিরে বাজার-হাটেও জমে উঠেছে কেনাকাটার ধুম। বিশেষ করে শাড়ি, ধুতি, নারিকেল, প্রসাধনী ও পূজাসামগ্রীর দোকানগুলোতে ক্রেতাদের উপচেপড়া ভিড় দেখা যায়। পরিবার-পরিজনকে নিয়ে আনন্দঘন পরিবেশে সবাই ব্যস্ত পূজার প্রস্তুতিতে।