স্টাফ রিপোর্টার//
অনলাইনে ব্যবসার প্রচার বা প্রমোশন করতে গিয়ে অভিনব প্রতারণার শিকার হচ্ছেন ব্যবসায়ীরা। এবার ‘বার্ডস ফ্লাই’ (Bird’s Fly) নামের একটি ফেসবুক পেজের বিরুদ্ধে ভুয়া ফলোয়ার দেখিয়ে ব্যবসায়ীদের আকৃষ্ট করে অর্থ হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। এই বিষয়ে সাধারণ জনগণ ও ব্যবসায়ীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সাতক্ষীরা সাইবার ক্রাইম এ্যালার্ট টিম।
সম্প্রতি সাতক্ষীরা সাইবার ক্রাইম এ্যালার্ট টিমের নজরে আসে যে, “Bird’s Fly” নামের পেজটি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে প্রমোশন কার্যক্রম পরিচালনার কথা বলে অর্থ গ্রহণ করছে। পেজটিতে প্রায় ২ লক্ষ ২০ হাজার (২২০ কে) ফলোয়ার দেখা যায়।
সংস্থাটির অনুসন্ধানে বেরিয়ে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। যাচাই-বাছাইয়ে দেখা গেছে, উক্ত পেজটি মূলত কৃত্রিম বা ভুয়া ফলোয়ার (Fake/Artificial Followers) ব্যবহার করে নিজেদের জনপ্রিয় প্রমাণ করার চেষ্টা করে এবং ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোকে আকৃষ্ট করে। অনেক ব্যবসায়ী পেজের বিশাল ফলোয়ার সংখ্যা দেখে বিভ্রান্ত হয়ে অর্থের বিনিময়ে প্রমোশন করিয়েছেন এবং পরবর্তীতে প্রতারিত হয়েছেন। ইতোমধ্যে একাধিক ভুক্তভোগী ব্যক্তি এই বিষয়ে প্রতিবাদ জানিয়েছেন এবং বিষয়টি সাইবার ক্রাইম টিমের নজরে এনেছেন। বর্তমানে সাতক্ষীরা সাইবার ক্রাইম এ্যালার্ট টিম পেজটির কার্যক্রম মনিটরিং ও যাচাই-বাছাই করছে।
এই ধরনের অনলাইন প্রতারণা থেকে বাঁচতে সাধারণ জনগণ ও ব্যবসায়ীদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছে সাইবার ক্রাইম টিম। তাদের নির্দেশনায় বলা হয়েছে:
কোনো পেজে বিজ্ঞাপন বা প্রমোশন দেওয়ার আগে অবশ্যই তার বিশ্বাসযোগ্যতা বা অথেনটিসিটি যাচাই করতে হবে।
কোনো পেজে অস্বাভাবিক ফলোয়ার বৃদ্ধি, কমেন্ট বা এনগেজমেন্ট দেখলে সতর্ক থাকতে হবে।
সন্দেহজনক কোনো পেজ বা অনলাইন প্রতারণার তথ্য পেলে দ্রুত সাতক্ষীরা সাইবার ক্রাইম এ্যালার্ট টিমকে অবহিত করতে হবে।
সংস্থাটি সকলকে মূল মন্ত্র—”সচেতন থাকুন, প্রতারণা রুখুন”—মেনে চলার আহ্বান জানিয়েছে।


