জুয়েল রানা, বালিয়াকান্দি সংবাদদাতা//
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় বাবার সঙ্গে অভিমান করে স্বাধীন সরকার (২৬) নামের এক যুবক আত্মহত্যা করেছেন বলে জানা গেছে । বালিয়াকান্দি উপজেলার টেম্পু স্টান এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে জানা গেছে ।
জানা যায় নিহত স্বাধীন ওই এলাকার গণেশ সরকার এর ছেলে।
বালিয়াকান্দি থানা পুলিশ এর কাছে জানায়, পূজার কেনাকাটা করবার জন্য বাবার কাছে টাকা চান। তবে বাবা টাকা দিতে অস্বীকৃতি জানালে অভিমান করে স্বাধীন নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তারা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিতে রাজি হওয়ায় আইনি প্রক্রিয়া শেষে স্বাধীন এর পরিবারের কাছে উক্ত লাশ হস্তান্তর করেছেন বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, এর আগেও ২০১৮ সালে স্বাধীনের ছোট ভাই একইভাবে আত্মহত্যা করেছিলেন। পরপর দুই ছেলের এমন পরিণতিতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।