ঢাকাWednesday , 26 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বালিয়াডাঙ্গীতে নানা আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫ উদযাপন

    admin
    November 26, 2025 9:21 pm
    Link Copied!

    মোঃ সাইফুল ইসলাম বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও,

    দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি-প্রাণিসম্পদে হবে উন্নতি” এই শ্লোগান নিয়ে কুষ্টিয়ার কুমারখালীতে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার লাহিড়ী ডিগ্রী কলেজ মাঠে এই মেলা প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

    মোঃ দুলাল হোসেন এর পরিচালনায় উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা মোঃ নাসিরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মফিজুর রহমান ।

    এসময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র মৎস্য কর্মকর্তা , কৃষি কর্মকর্তা , সহ উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, সাংবাদিক ও খামারীবৃন্দ।

    এসময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে খামারীরা স্টল নিয়ে প্রদর্শনী অনুষ্ঠানে অংশগ্রহণ করে।

    স্টল গুলোতে ছিল উন্নতজাতের গাভী, ছাগল, ভেড়া, খরগোস, বিড়াল, কবুতর, হাঁস-মুরগি, পাখি সহ বিভিন্ন প্রজাতীর প্রাণী।

    প্রধান অতিথির বক্তব্যে বলেন, “দেশের অর্থনীতিতে প্রাণিসম্পদ খাতের অবদান অনস্বীকার্য। বেকারত্ব দূরীকরণ ও স্বাবলম্বী হতে যুব সমাজকে এই খাতে এগিয়ে আসতে হবে।” উদ্বোধনী আলোচনা শেষে তিনি অতিথিদের নিয়ে মেলায় স্থাপিত প্রতিটি স্টল পরিদর্শন করেন এবং খামারিদের সাথে তাদের পালিত পশুপাখির জাত ও যত্ন সম্পর্কে খোঁজখবর নেন।

    সভাপতি তার বক্তব্যে বলেন, “এই প্রদর্শনীর মূল লক্ষ্য হলো আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি করা এবং সাধারণ মানুষকে পুষ্টির চাহিদা পূরণে সচেতন করা।”

    অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের বিভিন্ন ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান নির্ধারণ করে পুরস্কার বিতরণ করা হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST