মোঃ সাইফুল ইসলাম বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি,
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ১ নং পাড়িয়া ইউনিয়নের উত্তর পাড়িয়া সালডাঙ্গা পশ্চিম পাড়া গ্রামের আহসান আলী মেয়ে নাসরিন আক্তার (১৫) নামের বিয়ের চার মাসের মধ্যে যৌতুকের নির্যাতন সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ( ৫ নভেম্বর ) বুধবার এ ঘটনা ঘটে। জীবিকার তাগিদে তার সামির সাথে ঢাকা নারায়ণগঞ্জ ভাড়া বাসায় থাকতেন । নিহত নাসরিন আক্তার ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার উত্তর পাড়িয়া সালডাঙ্গা পশ্চিম পাড়া গ্রামের আহসান আলী মেয়ে। ও একই গ্রামের রুস্তুম আলী ছেলে আনুয়ার হোসেন এর স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার উত্তর পাড়িয়া সালডাঙ্গা পশ্চিম পাড়া গ্রামের রুস্তুম আলী আলীর ছেলে আনুয়ার হোসেন এর স্ত্রী জীবিকার তাগিদে বিয়ে করে স্বামী স্ত্রী ঢাকা নারায়ণগঞ্জ ভাড়া বাসায় থাকতেন । এদিকে, নিহত নাসরিন আক্তার এর বাবা আহসান আলীর ও স্ত্রী সালমা বেগম বলেন যৌতুকের টাকার জন্য আমার মেয়েকে হত্যা করে গলায় ফাঁস দিয়ে রেখেছিল। আমার মেয়েকে আনুয়ার হোসেন যৌতুকের জন্য নির্যাতন করতো যৌতুক আনতে না পারায় আমার মেয়েকে হত্যা করেছে । নিহত নাসরিন আক্তার এর বাবা আহসান আলী ও তার স্ত্রী সালমা বেগম বলেন আমরা এর সঠিক বিচার চাই।
এদিকে, খবর পেয়ে বালিয়াডাঙ্গী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত ওসি দিবাকর অধিকারী ফোর্স নিয়ে নিহত নাসরিন আক্তার এর গ্রামের বাড়ি উত্তর পাড়িয়া সালডাঙ্গা পশ্চিম পাড়ার গিয়ে পরিদর্শন করেন। ঢাকা থেকে লাশ নিয়ে আসার পর ময়নাতদন্তের জন্য লাশ ঠাকুরগাঁও মর্গে পাঠানো হয় । ময়নাতদন্তের পর ইউডি মামলা দিয়ে নিহত নাসরিন আক্তার এর স্বামী আনুয়ার হোসেন এর কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে বালিয়াডাঙ্গী থানার তদন্ত (ওসি) দিবাকর অধিকারী জানান এখনো একটা ইউডি মামলা দায়ের করা হয়েছে। নিহত নাসরিন আক্তার এর বাবা আহসান আলী একটি অভিযোগ দিয়েছেন তারা নিজেদের মধ্যে আপোষ হওয়ার জন্য আলোচনা করছে।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com