ঢাকাSunday , 19 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বেরোবিতে শুরু হলো দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

    admin
    October 19, 2025 5:29 pm
    Link Copied!

    পারভেজ হাসান, বেরোবি প্রতিবেদক

    রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘ফ্রি মেডিকেল ক্যাম্প–২০২৫’। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পরিষদের উদ্যোগে আয়োজিত এ ক্যাম্প আজ শনিবার (১৯ অক্টোবর) সকাল ৯টা ৩০ মিনিটে উদ্বোধন হয় এবং আগামীকাল ২০ অক্টোবর পর্যন্ত প্রতিদিন দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত চলবে।

    বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে এই ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালিত হচ্ছে।বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে আয়োজন করা এই ক্যাম্পে অংশ নিচ্ছেন বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা। তাঁদের মধ্যে রয়েছেন মেডিসিন, নারী স্বাস্থ্য, চক্ষু, চর্ম ও মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ চিকিৎসকগণ।

    আয়োজক সূত্রে জানা গেছে, ক্যাম্পে আগত শিক্ষার্থীদের মৌলিক স্বাস্থ্যসেবা ও চিকিৎসা পরামর্শের পাশাপাশি সামর্থ্যের আলোকে বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করা হচ্ছে। শিক্ষার্থীরা এখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে সরাসরি স্বাস্থ্যপরামর্শ পাওয়ার সুযোগ পাচ্ছেন।

    পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী মোঃ উমর ফারুক বলেন, বেরোবি শিক্ষার্থী পরিষদ আয়োজিত দুইদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প একটি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। এর মাধ্যমে সাধারণ শিক্ষার্থী বিনামূল্যে চিকিৎসা সেবা পাচ্ছেন, যা আমাদের জন্য খুবই উপকারী। এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা করি।”

    গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মো: জুবায়ের ইসলাম বলেন, “ফ্রী মেডিকেল ক্যাম্পের কর্মসূচি অবশ্যই ভালো উদ্যোগ। আমাদের বিশ্ববিদ্যালয়ের যে মেডিকেল সেন্টার আছে সেটা খুবই নাজুক পরিস্থিতি। সেখানে যেমন প্রয়োজনীয় ডাক্তার নেই তেমনি প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের সরবরাহ নেই। শিক্ষার্থীরা যথেষ্ট চিকিৎসা সেবা পান না। সে দিক বিবেচনায় এ ধরনের মেডিকেল কর্মসূচি অবশ্যই শিক্ষার্থী বান্ধব। আমরা চাই এধরণের কর্মসূচি অব্যাহত থাকুক।”

    বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি ও মানসিকভাবে সুস্থ থাকার বার্তা ছড়িয়ে দিতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে ক্যাম্পটি শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও ইতিবাচক সাড়া সৃষ্টি করেছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST