পারভেজ হাসান, বেরোবি
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। একদিকে নির্বাচন কমিশন ৫ম বারের মতো নতুন সংশোধিত ও পূর্ণাঙ্গ নির্বাচনী তফসিল প্রকাশ করেছে, অন্যদিকে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীদের অভিযোগ, পরিকল্পিতভাবে ব্রাকসু বানচালের চেষ্টা করছে প্রসাসন।
সোমবার (১২ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মিডিয়া চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন শিবির সমর্থিত প্যানেল ‘বেরোবি শিক্ষার্থী পরিষদ’ এর প্রার্থীরা। সংবাদ সম্মেলনে শিবির সমর্থিত জিএস পদপ্রার্থী অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, ব্রাকসু নির্বাচন শিক্ষার্থীদের অধিকার ও প্রতিনিধিত্বের গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। দীর্ঘ আন্দোলন ও অনশনের পরও নির্বাচন বাস্তবায়নে বারবার বাধা সৃষ্টি করা হচ্ছে।
তিনি অভিযোগ করেন, একের পর এক নির্বাচন কমিশনের পদত্যাগ, নতুন কমিশন গঠন এবং পুনরায় পদত্যাগের মধ্য দিয়ে পরিকল্পিতভাবে ব্রাকসু নির্বাচন পেছানো হচ্ছে। চার দফায় তফসিল ঘোষণা হলেও কখনো ত্রুটিপূর্ণ ভোটার তালিকা, কখনো প্রশাসনিক জটিলতা কিংবা কমিশনারদের পদত্যাগের অজুহাতে নির্বাচন স্থগিত করা হয়েছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেহেদী বলেন, সবশেষ ২৫ ফেব্রুয়ারি নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। তবে শুরু থেকেই আশঙ্কা ছিল ধাপে ধাপে সময়ক্ষেপণ করে নির্বাচন জাতীয় নির্বাচনের পর নেওয়া হবে। নভেম্বরের মধ্যেই নির্বাচন চাওয়া হলেও প্রশাসন ডিসেম্বর, জানুয়ারি পেরিয়ে ফেব্রুয়ারিতে তারিখ নির্ধারণ করেছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আর কোনো নাটকীয়তার মাধ্যমে নির্বাচন বানচালের চেষ্টা করা হলে শিক্ষার্থীরা তীব্র আন্দোলনে নামবে।
এদিকে একই দিনে (১২ জানুয়ারি) ব্রাকসু নির্বাচন–২০২৫ এর সংশোধিত ও পূর্ণাঙ্গ নির্বাচনী তফসিল প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ঘোষণাকৃত নতুন এই ৫ম তফসিল অনুযায়ী, ১৩ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ১৪ ও ১৫ জানুয়ারি মনোনয়নপত্র বিতরণ ও দাখিল, ১৮ জানুয়ারি মনোনয়নপত্র বাছাই, ১৯ জানুয়ারি মনোনয়নপত্র বাছাই ও প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ, ২০ জানুয়ারি প্রাথমিক তালিকা সম্পর্কে প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি, ২১ জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহার এবং ২২ জানুয়ারি প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ। ২৫ ফেব্রুয়ারী ভোটগ্রহণ সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে ভোট গণনা এবং গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।
নির্বাচনী তফসিলে স্বাক্ষর করেছেন ব্রাকসু ও হল সংসদ নির্বাচন–২০২৫ এর ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার মো. মাসুদ রানা। এ বিষয়ে তিনি বলেন, যেহেতু গতকাল সর্বসম্মতিক্রমে ২৫ ফেব্রুয়ারি নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আমরা সেই অনুযায়ী সর্বোচ্চ সতর্কতার সাথে তফসিল ঘোষণা করেছি। এর ব্যত্যয় ঘটার কোনো সুযোগ নেই।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com