সজিব আহমেদ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি//
ময়মনসিংহের ভালুকা পৌরবাসীর জন্য একটি স্বাস্থ্যসম্মত ও দুর্গন্ধমুক্ত পরিবেশ নিশ্চিত করতে পৌর মাছ বাজার ও এর সংলগ্ন এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। আজ রবিবার (১১ জানুয়ারি) সকালে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ক্লিন আপ বাংলাদেশ’ ও ভালুকা পৌরসভার যৌথ উদ্যোগে এই কর্মসূচি সম্পন্ন হয়।
অভিযান চলাকালীন সার্বিক তদারকি করেন এবং সরাসরি অংশগ্রহণ করেন ভালুকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক ইকবাল হোসাইন।
সরেজমিনে দেখা যায়, মৎস্য আড়ত ও তার আশেপাশের এলাকায় জমে থাকা দীর্ঘদিনের স্তূপকৃত বর্জ্য এবং ড্রেনেজ ব্যবস্থার প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছেন ক্লিন আপ বাংলাদেশের একঝাঁক তরুণ স্বেচ্ছাসেবী। তাদের এই প্রচেষ্টায় যোগ দেন পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরাও। অভিযানের পর পুরো বাজার এলাকায় জীবাণুনাশক ছিটানো হয়, যা বাজারের পরিবেশকে অনেকটা স্বস্তিদায়ক করে তোলে।
পরিচ্ছন্নতা কার্যক্রম শেষে পৌর প্রশাসক ইকবাল হোসাইন বলেন, “পৌর এলাকাকে একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলা আমাদের সম্মিলিত লক্ষ্য। বিশেষ করে মাছ বাজারের মতো জনবহুল স্থানে স্বাস্থ্যবিধি বজায় রাখা অত্যন্ত জরুরি। ক্লিন আপ বাংলাদেশের স্বেচ্ছাসেবীরা যে উদ্যোগ নিয়েছে তা সত্যিই প্রশংসনীয়। প্রশাসন সর্বদা এ ধরনের জনকল্যাণমূলক কাজে পাশে থাকবে।
ক্লিন আপ ভালুকা টিমের পক্ষ থেকে জানানো হয়, ‘প্রাণের ভালুকা’কে একটি আদর্শ ও পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তুলতে তাদের এই ধারাবাহিক অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। তবে বাজার ব্যবস্থাপনাই কেবল যথেষ্ট নয়, ক্রেতা ও বিক্রেতাদের সচেতনতাও সমানভাবে প্রয়োজন বলে তারা মন্তব্য করেন।
উক্ত অভিযানে স্বেচ্ছাসেবীদের পাশাপাশি পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তা ও পরিচ্ছন্নতা বিভাগের কর্মীরা সক্রিয়ভাবে অংশ নেন। সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা প্রশাসনের এই সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং বাজার এলাকার পরিবেশ ধরে রাখতে কর্তৃপক্ষের নজরদারি কামনা করেছেন।


