ঢাকাSaturday , 10 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ভালুকা প্রেসক্লাবের নেতৃত্ব নির্বাচনে ভোট উৎসব: সভাপতি মাইন উদ্দিন, সম্পাদক আলমগীর

    admin
    January 10, 2026 11:29 pm
    Link Copied!

    সজিব আহমেদ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:

    ময়মনসিংহের ঐতিহ্যবাহী ভালুকা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অত্যন্ত সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) বিকেল ৪টায় ভোটগণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এতে মোঃ মাইন উদ্দিন সভাপতি এবং মোঃ আলমগীর হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

    নির্বাচন কমিশন সূত্রে প্রাপ্ত তথ্যমতে, শনিবার দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রেসক্লাব মিলনায়তনে গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ক্লাবের মোট ৪৫ জন ভোটারের মধ্যে ৩৯ জন সদস্য এদিন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং শৃঙ্খলার মধ্য দিয়ে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হয়।

    এবারের নির্বাচনে সভাপতি পদে ২ জন এবং সাধারণ সম্পাদক পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে সর্বোচ্চ ভোট পেয়ে মোঃ মাইন উদ্দিন সভাপতি ও মোঃ আলমগীর হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এছাড়াও সহ-সভাপতি হিসেবে মোঃ আতাউর রহমান তরফদার ও এম এ সামাদ মিয়া নির্বাচিত হয়েছেন।

    কমিটির অন্যান্য পদে বিজয়ীরা হলেন— যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলী আকবর সাজু, কোষাধ্যক্ষ আসাদুজ্জামান ফজলু এবং ক্রীড়া সম্পাদক মোঃ মোবাশ্যারুল ইসলাম সবুজ। উল্লেখ্য, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোঃ আসাদুজ্জামান সুমন এবং দপ্তর সম্পাদক পদে মোঃ আনোয়ার হোসেন তরফদার কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

    কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ কামরুজ্জামান মানিক, কামরুল হাসান পাঠান কামাল এবং কামরুল এহসান চন্দন। পুরো নির্বাচনটি অত্যন্ত স্বচ্ছতা ও নিরপেক্ষতার সাথে পরিচালনা করেন নির্বাচন কমিশনার এম এ মালেক খান উজ্জ্বল।

    নির্বাচন শেষে স্থানীয় সংবাদকর্মীরা নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান। নবনির্বাচিত নেতৃবৃন্দ ঐতিহ্যবাহী এই প্রেসক্লাবের পেশাদারিত্ব বজায় রাখতে এবং সাংবাদিকদের ঐক্য সুদৃঢ় করতে একযোগে কাজ করার প্রতিশ্রুতি দেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST