কুড়িগ্রাম প্রতিনিধি: এম এন জাকারিয়া খাঁন মুরাদ
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ভূরুঙ্গামারী উপজেলা, ভূরুঙ্গামারী সরকারি কলেজ ও সোনাহাট ডিগ্রি কলেজ শাখার আয়োজনে এবং কুড়িগ্রাম জেলা ছাত্রদলের তত্ত্বাবধানে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ধানের শীষ’ প্রতীকের পক্ষে গণজোয়ার গড়ে তোলার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সঞ্চালনা করেন ভূরুঙ্গামারী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ মাইদুল হোসেন এবং সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ মিজানুর রহমান মিন্টু।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সভাপতি মোঃ আমিনুল ইহসান। প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ হাসান জোবায়ের হিমেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান রুবেল এবং দপ্তর সম্পাদক অর্ঘ্যদ্বীপ সাহা।
এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন দশ ইউনিয়নের ছাত্রদল শাখার সভাপতি/ সাধারণ সম্পাদকবৃন্দ। নেতৃবৃন্দ কমিটি গঠন, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং কুড়িগ্রাম-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব সাইফুর রহমান রানার পক্ষে তৃণমূল পর্যায়ে গণসমর্থন জোরদারের নির্দেশনা প্রদান করেন।


