ঢাকাSunday , 14 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. কৃষি বার্তা
  5. খেলাধুলা
  6. গনমাধ্যাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. প্রবাসের খবর
  12. ফ্যাশন
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর
  • ভূরুঙ্গামারীতে সার সংকটে কৃষকের বিক্ষোভ, সড়ক অবরোধ

    admin
    September 14, 2025 9:26 pm
    Link Copied!

    মোঃআমিনুর রহমান, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম):

    ভরা মৌসুমে কাঙ্ক্ষিত সার না পেয়ে ক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ কৃষকরা। এরই জেরে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছাড়া ইউনিয়নে সার না পাওয়ায় কৃষকরা “সোনাহাট স্থলবন্দর সড়কে” গাছ ফেলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন। আজ রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

    জানা যায়, স্থানীয় ডিলার “মেসার্স আফি সারঘর” থেকে সার সংগ্রহ করতে গিয়ে কাঙ্ক্ষিত সার না পাওয়ায় ক্ষুব্ধ কৃষকরা রাস্তা অবরোধ করে আন্দোলনে নামেন। এতে মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দীপ জন মিত্র, উপজেলা কৃষি অফিসার আব্দুল জব্বারসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

    এ সময় উপজেলা কৃষি অফিসার আব্দুল জব্বার বলেন, “এই মাসে ভূরুঙ্গামারী উপজেলায় মোট ৪০ মেট্রিক টন সার বরাদ্দ ছিল। ইতোমধ্যেই প্রতিটি ইউনিয়নের ডিলারের কাছে তা হস্তান্তর করা হয়েছে।”

    উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র সাংবাদিকদের বলেন, “যদি কোনো ডিলার বা ব্যবসায়ী সারের সিন্ডিকেট করার চেষ্টা করে, আমাদেরকে জানালে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসন সবসময় কৃষকের পাশে রয়েছে এবং সংকট নিরসনে সর্বোচ্চ ভূমিকা পালন করবে।”

    স্থানীয় কৃষকরা জানান, ভরা মৌসুমে পর্যাপ্ত সার না পেলে চাষাবাদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। দ্রুত সংকট সমাধান না হলে ব্যাপক লোকসানের মুখে পড়বেন তারা।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST