ঢাকাMonday , 1 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ভোটার তালিকা জটিলতায় স্থগিত ব্রাকসু

    admin
    December 1, 2025 7:28 pm
    Link Copied!

    বেরোবি প্রতিবেদক: পারভেজ হাসান

    বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়(বেরোবি), রংপুরের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

    শিক্ষার্থীদের হলভিত্তিক ভোটার তালিকায় একাধিক অসংগতি পাওয়ায় আজ সোমবার (১ ডিসেম্বর) বিকেল ৫টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে স্থগিতের ঘোষণা দেন নির্বাচন কমিশনার ড. মোহ্সীন আহসান।

    নির্ধারিত তফসিল অনুযায়ী গত ২৭ নভেম্বর মনোনয়নপত্র বিতরণ শুরু হওয়ার কথা থাকলেও হলভিত্তিক শিক্ষার্থীর হালনাগাদ তালিকা না পাওয়ায় তা পিছিয়ে ৩০ নভেম্বর থেকে শুরু হয়, যা চলছিল আজ পর্যন্ত।

    কমিশন জানায়, কারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কারা কোন হলের আবাসিক, কাদের ভর্তি বাতিল অথবা শাস্তিমূলক ব্যবস্থায় কার ছাত্রত্ব বাতিল হয়েছে এসব বিষয়ে সঠিক ও ত্রুটিমুক্ত তথ্য সরবরাহ করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব। এসব তথ্যের ক্ষেত্রে কমিশনের নিজস্ব সিদ্ধান্তের কোনো সুযোগ নেই। কিন্তু রেজিস্ট্রার দপ্তর থেকে প্রেরিত তালিকায় গুরুতর ভুল, অসঙ্গতি ও অসম্পূর্ণতা পাওয়ায় কমিশন মনে করে এ ধরনের ত্রুটিপূর্ণ তালিকার ওপর নির্বাচন চালিয়ে গেলে প্রার্থী বৈধতা সংক্রান্ত জটিলতা এবং নির্বাচন প্রক্রিয়ার সার্বিক গ্রহণযোগ্যতা ক্ষতিগ্রস্ত হবে। এমনকি কোনো দপ্তর ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দিয়ে কমিশনকে হেয় করার চেষ্টা করেছে কি না, তা তদন্তের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।

    এছাড়াও হলভিত্তিক ভোটার তালিকার সব ভুল সংশোধন না হওয়া পর্যন্ত মনোনয়নপত্র বিতরণসহ তফসিলের সব কার্যক্রম স্থগিত থাকবে। জরুরি ভিত্তিতে রেজিস্ট্রার অফিসকে সব বাদ পড়া, দ্বৈততা ও অসামঞ্জস্য দূর করে যাচাইকৃত তালিকা দ্রুত কমিশনে জমা দিতে বলা হয়েছে, যাতে বিলম্ব ছাড়াই নির্বাচন কার্যক্রম পুনরায় শুরু করা যায়।

    নির্বাচন স্থগিত হওয়ার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: শওকাত আলী বলেন, “নির্বাচন কমিশন স্বাধীন। প্রশাসন থেকে আমরা সার্বিক সহযোগিতার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। কোনো দপ্তর যদি নির্বাচনী প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে, তা অত্যন্ত দুঃখজনক। শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানাচ্ছি। নির্ভুল ভোটার তালিকা কমিশনকে দিতে সব দপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে। কমিশন নির্ধারিত সময়েই নির্বাচন বাস্তবায়ন করতে পারবে।”

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST