আবু রায়হান, মণিরামপুর প্রতিনিধিঃ
খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে সন্ত্রাস-মাদকের আগ্রাসন থেকে মাঠে ফেরাতে মণিরামপুর বয়েজ স্পোর্টিং ক্লাবের আয়োজনে হাকোবা প্রিমিয়ার লীগ(HPL) এর ২য় আসরের পর্দা নেমেছে। সিজন ২ এর আসরে এ ক্রিকেট টুর্নামেন্টের মেগা ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন শক্তিশালী দূরন্ত হাকোবাকে ২৮ রানে পরাজিত করে ২০২৬ আসরের শিরোপা জিতেছে হাকোবা সুপার কিংস।
লীগ ভিত্তিক এ ক্রিকেট টুর্নামেন্টের মিডিয়া পার্টনার হিসাবে সরাসরি সম্প্রচার ও পুনঃপ্রচারে সহযোগিতায় ছিলো মণিরামপুর রিপোর্টার্স ক্লাব।
শুক্রবার দুপুরে অনুষ্ঠিত মেগা ফাইনালে টসে জিতে ব্যাট করতে নামা হাকোবা সুপার কিংস নির্ধারিত ১৫ ওভারে ১৬৭ রানে ১ম ইনিংস শেষ করলে ১৬৮ রানে জয়ের লক্ষ্যে খেলতে নেমে ২য় ইনিংসে নিয়মিত ব্যাটিং বিপর্যয়ে নির্ধারিত ওভারে ২৮ রানের ব্যাবধানে হারমানে সিজন ১ এর চ্যাম্পিয়ন দূরন্ত হাকোবা।
মণিরামপুর একাউন্টিং কোচিং সেন্টারের (এসিসি) পৃষ্ঠপোষকতায় ও মণিরামপুর বয়েজ স্পোর্টিং ক্লাবের আহবায়ক সবুজ বিশ্বাসের৷ সভাপতিত্বে খেলা পরবর্তী পুরষ্কার বিতরনী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিরামপুর পৌর বিএনপি নেতা মোঃ তুহিন হাসান। মণিরামপুর সরকারি পাইলট বিদ্যালয় মাঠে অনুষ্টিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মণিরামপুর পৌর বিএনপির যুগ্ম-আহব্বায়ক মেঃ মিজানুর রহমান,মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের সদস্য এস এম তাজাম্মুল,এসিসির পরিচালক মোঃ মহিবুল্লাহ সহ বিভিন্ন সংগঠনের স্থানীয় ক্রীড়া প্রেমী ব্যাক্তিবর্গ।
যেখানে খেলাধুলা আজ হারিয়ে যাওয়ার পথে!অনলাইন ও মাদক সন্ত্রাস হতে যুব সমাজকে খেলার মাঠে ফেরাতে মণিরামপুর বয়েজ স্পোর্টিং ক্লাবের সদস্যদের দাবী, সঠিক মূল্যায়ন ও সরকারী বা বেসরকারি প্রতিষ্ঠানের আর্থিক সহযোগিতা পেলে আগাামি বছর এিচপিএল সিজন ৩ আসরে আরো ভালো আয়োজন করা সম্ভব হবে।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com