ঢাকাSunday , 5 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • মহেশখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ড: কুতুবজোমে বসতঘর ও শ্রেণিকক্ষ পুড়ে ছাই

    admin
    October 5, 2025 8:32 pm
    Link Copied!

    ফাহিমুল ইসলাম, মহেশখালী প্রতিনিধিঃ

    কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি বসতঘরসহ পাশে থাকা *সুমাইয়া রাঃ বালিকা দাখিল মাদ্রাসার শ্রেণিকক্ষ* পুড়ে ছাই হয়ে গেছে।

    ঘটনাটি ঘটে *৫ অক্টোবর (রবিবার) বিকাল ৫টার দিকে*। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, *নুরুচ্ছার বসতঘরের রান্নাঘর থেকে* আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে এবং পাশের *সুমাইয়া রাঃ বালিকা দাখিল মাদ্রাসার শ্রেণিকক্ষেও* আগুন ধরে যায়।

    ফায়ার সার্ভিস ও স্থানীয় জনগণ পানি ও বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে আগুনের তীব্রতায় তা সম্ভব হয়নি। কিছুক্ষণের মধ্যেই বসতঘরের সব কিছু পুড়ে যায় এবং মাদ্রাসার শ্রেণিকক্ষও ক্ষতিগ্রস্ত হয়।

    *ক্ষয়ক্ষতির পরিমাণ:*
    নুরুচ্ছার পরিবার জানায়, ঘরের মূল্যবান আসবাবপত্র, পোশাক, কাগজপত্র, নগদ টাকা ও গবাদিপশু সব কিছুই আগুনে ভস্মীভূত হয়েছে। মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছে, শ্রেণিকক্ষে থাকা বেঞ্চ, পাঠ্যপুস্তক ও শিক্ষাসামগ্রী আগুনে নষ্ট হয়েছে।

    *স্থানীয়দের দাবি ও প্রশাসনের প্রতি আহ্বান:*
    এলাকাবাসী দ্রুত ক্ষতিগ্রস্ত পরিবার এবং শিক্ষা প্রতিষ্ঠানকে সহযোগিতা করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST