মোসা বেবিয়ারা খাতুন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার খাসপাড়া এলাকায় একটি মাটি ভর্তি ট্রাক্কারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
শুক্রবার সকালে ভোলাহাট উপজেলার খাসপাড়া গ্রামের মান্নুমোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মিলন আলী।তিনি শিবগঞ্জ উপজেলার ধিমনিনগর গ্রামের বিকল আলী মিন্টু র ছেলে ।
ভোলাহাট থানার এস আই খাইরুল ইসলাম জানান, সকালে ফতেপুর খাসপাড়া গ্রামে মাটি ভর্তি ট্রলির ধাক্কায় বিপরীত দিক থেকে যাওয়া একটি মোটরসাইকেল আরোহী মিলন কে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।পরে পরিবারের সদস্যদের অনুরোধ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয় এবং ঘাতক ট্রাক্করটি থানায় নেয়া হয়।
তিনি আরো জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com