এম এস হোসেন (বিশেষ প্রতিনিধি )
কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর মাতারবাড়ী তাপবিদ্যুৎ প্রকল্পের ভেতরে টাউনশীপে স্ক্রাপ ইয়ার্ড স্তূপে আগুন লেগেছে। ১২ জানুযারী (সোমবার) রাত ৯ টার দিকে তাপবিদ্যুৎ প্রকল্পের ভিতর স্ক্রাপ ইয়ার্ডে আগুন এই আগুনের সূত্রপাত হয়। একপর্যায়ে আগুন ভয়াবহ আকার ধারণ করে। রাত ১১টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। সেখানে মহেশখালী ও পাশ্ববর্তী এলাকার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।
বিষয়টি নিশ্চিত করে মহেশখালী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাম প্রসাদ সেন বলেন, ‘ তাপবিদ্যুৎ কেন্দ্রের ক্র্যাব রাখার ভাগাড়ে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে আমাদের দুইটি ইউনিট কাজ করছে।
স্থানীয় বাসিন্দা শহিদুল ইসলাম খোকন জানান, হঠাৎ করেই তারা বিদ্যুৎকেন্দ্র সংলগ্ন ব্রিজের উপরের থেকে দেখতে পান ভেতরে আগুন জ্বলছে। আগুন জ্বলতে দেখে শত শত মানুষের ভীড় জমে যায় প্রকল্প এলাকায়। ১ হাজার ২০০ মেগাওয়াট ধারণক্ষমতার এই তাপবিদ্যুৎকেন্দ্রটি একটি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রকল্পের বিভিন্ন কর্মকর্তা ও নিরাপত্তা প্রহরী ধান্ধায় ব্যস্ত থাকায় প্রকল্পের নিরাপত্তা নিয়ে তাঁদের তেমন মাথা ব্যথা নাই। এছাড়াও প্রতি রাতে প্রকল্প থেকে মূল্যবান স্ক্র্যাব তামা চোরাই পথে পাচার হচ্ছে। প্রকল্পের নিরাপত্তা কর্মীরা চোরাই সিন্ডিকেটের সাথে সরাসরি জড়িত থাকায় চোর মাঝে মধ্যে আটক হলেও চোরাই ঠেকানো যাচ্ছে না কিছুতে।
প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড (সিপিজিসিবিএল) সূত্র জানায়, প্রায় হাজার হাজার কোটি টাকা ব্যয়ে মাতারবাড়ী তাপবিদ্যুৎ নির্মাণ প্রকল্পের কাজ চলছে। প্রকল্পের ভেতরে কাজ করার সময় বিভিন্ন সাইট থেকে ভাঙা কাঠগুলো সরিয়ে নিয়ে পূর্ব দিকে খোলা জায়গায় স্তূপ করে রাখা হয়। এ ছাড়া ভাঙা কাঠের পাশাপাশি লোহার স্ক্র্যাপ, ভাঙা টিনসহ বিভিন্ন ব্যবহার অনুপযোগী মালামাল সেখানে স্তূপ করে রাখা হয়। রাত ৯টার দিকে হঠাৎ ভাঙা কাঠের স্তূপে আগুন লাগে। একপর্যায়ে বাতাসের গতিবেগ বেড়ে যাওয়ায় আগুন ভয়াবহ আকার ধারণ করে। এ সময় কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে কয়েক শ শ্রমিক তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে না পেরে মহেশখালী ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দেওয়া হয়। পরে মহেশখালী ফায়ার সার্ভিসের ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। একপর্যায়ে বাতাসের গতিবেগ বেড়ে যাওয়ায় আগুন ভয়াবহ আকার ধারণ করে।
রাত ১১ দিকে কোল পাওয়ারের নিরাপত্তা কর্মকর্তা মো. মোহাম্মদ হাসান জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে আর কিছুটা সময় লাগবে। মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিম অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিদ্যুৎ কেন্দ্রের ভেতরের স্ক্র্যাপ ইয়ার্ডে আগুন লেগেছে। তবে মুল প্ল্যান পাওয়া থেকে দুরে তবে প্রকল্পের ভিতের। কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত নয়। মহেশখালী ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে বলে জানান। তিনি ঘটনা স্থলে রয়েছে বলেও জানান।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com