হোসেনপুর, কিশোরগঞ্জ প্রতিনিধি :
কিশোরগঞ্জ-১ (সদর–হোসেনপুর) আসনে বাসদ (মার্কসবাদী) মনোনীত প্রার্থী আলাল মিয়া মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের আহ্বান জানিয়ে কাঁচি প্রতীকে ভোট চেয়েছেন।
শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের বাঁকচান্দা, আমান সরকার ও চৌরাস্তা বাজারে একাধিক নির্বাচনী পথসভা ও গণসংযোগকালে এসব কথা বলেন।
পথসভায় আলাল মিয়া বলেন, মুক্তিযুদ্ধের মূল লক্ষ্য ছিল শোষণমুক্ত সমাজ ও জনগণের অধিকার প্রতিষ্ঠা। সেই ধারাবাহিকতায় জুলাই গণঅভ্যুত্থানে মানুষ যে স্বপ্ন দেখেছিল—বৈষম্যহীন রাষ্ট্র, দুর্নীতিমুক্ত শাসনব্যবস্থা এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবায় সমান অধিকার—আজও তা বাস্তবায়িত হয়নি। এই অসমাপ্ত স্বপ্ন পূরণে সংগ্রামী রাজনৈতিক শক্তিকে বিজয়ী করতে হবে। শুধু ক্ষমতার পালাবদল নয়, আমরা চাই ফ্যাসিবাদের বিলোপ এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য ব্যবস্থার আমূল পরিবর্তন। তিনি আরও বলেন, নির্বাচিত হলে তিনি সংসদে কেবল বক্তব্য দেওয়ার মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখবেন না; বরং রাজপথে জনগণকে সংগঠিত করে গণআন্দোলনের মাধ্যমে মানুষের ন্যায্য দাবি আদায়ে ভূমিকা রাখবেন। স্বাধীনতার ৫৫ বছরে রাষ্ট্রক্ষমতায় থাকা দলগুলোর সমালোচনা করে আলাল মিয়া বলেন, যারা এতদিন ক্ষমতায় গেছে তারা কেউই সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারেনি। বরং জনগণের পকেট কেটে তারা কোটি টাকার মালিক হয়েছে। আমরা চাই সংসদ হোক না ধনীদের ক্লাব। গরিব ও শ্রমজীবী মানুষের প্রতিনিধি সংসদে গেলে তবেই জনগণের পক্ষে কথা বলা ও আন্দোলনের মাধ্যমে দাবি আদায় সম্ভব হবে। পথসভায় তিনি জনগণের বিভিন্ন দাবি তুলে ধরেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো— সবার জন্য বিনামূল্যে ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করা।সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রের সেবার মানোন্নয়ন। শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি করে প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত শিক্ষার মান উন্নয়ন। বেকার যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি,
নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ,
কৃষকের ফসলের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ,
দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ
পথসভা ও গণসংযোগে স্থানীয় নেতাকর্মী, সমর্থক, ব্যবসায়ী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণ পরিবেশে প্রচারণা শেষে তিনি আগামী ১২ তারিখ সবাইকে নিজ নিজ দায়িত্বে কাঁচি প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com