এস কে সামিউল ইসলাম, মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের গাংনী পৌর ছাত্রদলের সদস্য সচিব শিশির আহমেদ শাকিলকে গাঁজা, নগদ টাকা ও অনলাইন জুয়ায় ব্যবহৃত একাধিক সিম কার্ডসহ আটক করেছে সেনাবাহিনী। রবিবার (১১ জানুয়ারী) তাকে আটক করা হয়।
আটককৃতের কাছ থেকে ১শ গ্রাম গাঁজা, নগদ ৫৩ হাজার ১০০ টাকা এবং অনলাইন জুয়ায় ব্যবহৃত ৭টি সিম কার্ড উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে গাংনী সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মোল্লা রিফাত রায়হান। তিনি জানান একটি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে তাকে আটক করলে সে চাঁদাবাজি ও গাজা রাখার ঘটনার সত্যতা স্বীকার করে। ফলে তাকে গাংনী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার রায় বিষয়টি নিশ্চিত করে জানান, “শিশির আহমেদ শাকিলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া তার কাছ থেকে উদ্ধার হওয়া নগদ অর্থ ও সিম কার্ডের সূত্র ধরে অনলাইন জুয়া সংক্রান্ত বিষয়টি তদন্তাধীন রয়েছে।”
তিনি আরও বলেন, উদ্ধারকৃত সিম কার্ডগুলো দিয়ে অনলাইন জুয়ার কার্যক্রম পরিচালিত হতো কি না, সে বিষয়ে বিস্তারিত অনুসন্ধান চলছে।
আটক ছাত্রনেতা শাকিল আহমেদ গাংনী পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইদুল ইসলামের ছেলে বলে জানা গেছে। বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে ও এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা বলছেন, ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত একজন নেতার বিরুদ্ধে মাদক ও অনলাইন জুয়ার মতো অভিযোগ তরুণ সমাজের জন্য নেতিবাচক বার্তা দিচ্ছে। তারা এ ঘটনায় নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com