এস কে সামিউল ইসলাম, মেহেরপুর প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মেহেরপুরে ‘ভোটের রিকশা’ প্রচার কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির।
জেলা তথ্য অফিস আয়োজিত ভোটের রিকশার উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্ব করেন। এ সময় বক্তব্য দেন, জেলা নির্বাচন কর্মকর্তা মো. এনামুল হক, সিভিল সার্জন ডা. এ কে এম আবু সাইদ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুকুমার রায় প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই গণভোটের প্রচার কার্যক্রমের অংশ হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে গণযোগাযোগ অধিদপ্তরের সহযোগিতায় ভোটের রিকশার প্রচার কার্যক্রম চালু করেছে।
তিনি জানান, আজ থেকে জেলার তিন উপজেলায় ভোটের রিকশা কার্যক্রম ছড়িয়ে পড়বে। ভোটের রিকশা কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো গণভোট সম্পর্কে জনগণকে সচেতন ও উদ্বুদ্ধ করা। ‘হ্যাঁ’তে ভোট দিলে জনগণ কি সুবিধা পাবে এবং ‘না’তে ভোট দিলে কি থেকে বঞ্চিত হবে এসব বিষয় প্রচারের মাধ্যমে সাধারণ মানুষকে সঠিকভাবে জানানো হচ্ছে। নির্বাচন উপলক্ষে ভোটারদের করণীয় ও বর্জনীয় বিষয় বিভিন্ন রাজনৈতিক দলগুলোর আচরণবিধি সম্পর্কিত তথ্য গ্রাম-গঞ্জ, হাট-বাজার, স্কুল-কলেজ ও পাড়া-মহল্লায় ভোটের রিকশার মাধ্যমে প্রচার করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


