আজিজুল গাজী জেলা প্রতিনিধি, বাগেরহাট।
বাগেরহাটের মোংলায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত কুরআন খতম ও দোয়া মাহফিলে হামলার ঘটনা ঘটেছে। একদল দুর্বৃত্ত অনুষ্ঠানস্থলে চড়াও হয়ে কয়েক হাজার মানুষের জন্য প্রস্তুতকৃত খাবার লুট ও নষ্ট করে দেয়। হামলায় অন্তত দুইজন আহত হয়েছেন বলে জানা গেছে।
সোমবার (১২ জানুয়ারি) বিকেলে মোংলা থানার সন্নিকটে হেলিপ্যাড মাঠে এই হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, থানা থেকে মাত্র কয়েকশ ফুট দূরে এমন প্রকাশ্য হামলায় এলাকায় ব্যাপক উত্তেজনা ও সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা এম. এ. এইচ. সেলিমের সার্বিক তত্ত্বাবধানে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিল। উল্লেখ্য, তিনি বাগেরহাট-৩ (রামপাল ও মোংলা) আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী হিসেবেও পরিচিত।
প্রত্যক্ষদর্শী ও আয়োজকদের অভিযোগ, দোয়া মাহফিল শুরুর প্রস্তুতি চলাকালে একদল সংঘবদ্ধ দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়। এসময় তারা:
প্রায় ৬ হাজার মানুষের জন্য প্রস্তুতকৃত খাবারের বড় একটি অংশ লুট করে নিয়ে যায়।
বাকি খাবার অনুষ্ঠানস্থলে ছড়িয়ে-ছিটিয়ে নষ্ট করে দেয়।
ঘটনাস্থলে থাকা ডেকোরেটর কর্মী ও বাবুর্চিদের প্রাণনাশের হুমকি দেয়।
হামলায় বাধা দিতে গিয়ে আহত হন মাইনুল ও ছোবহান মোল্লাসহ অন্তত দুইজন। আহত মাইনুল বলেন, "দোয়া মাহফিল বানচাল করার জন্যই পূর্বপরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে।"
অন্যদিকে, রামপাল উপজেলার হুড়কা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ছোবহান মোল্লা জানান, হামলার তীব্রতা দেখে তিনি জীবন বাঁচাতে মোবাইল ফোন ফেলে মোংলা থানায় আশ্রয় নেন। পরবর্তীতে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করে।
ঘটনার খবর পেয়ে দ্রুত থানা পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা হেলিপ্যাড মাঠে উপস্থিত হন। তাদের হস্তক্ষেপে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। তবে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
এ বিষয়ে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর রহমান তাৎক্ষণিক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় জানান, উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করছেন এবং পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com