এম কে হাসান, জেলা প্রতিনিধি কক্সবাজার
আদালতের আদেশে সংসদ সদস্য পদের স্বতন্ত্র প্রার্থীতা ফিরে পেয়েছেন কক্সবাজার-৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ইলিয়াছ মিয়া।
কক্সবাজার ইনিশিয়েটিভ এর পক্ষ থেকে আজ এ তথ্য জানানো হয়েছে। রিটার্নিং অফিসার কর্তৃক ১ শতাংশের সমর্থক তালিকায় ভুল থাকার অভিযোগে যাচাই বাছাই তে বাতিল হয়েছিল মোঃ ইলিয়াছ মিয়া এর মনোনয়ন। এরপর এটি হাইকোর্টে আজ শুনানি শেষে মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়।
এ বিষয়ে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী, কক্সবাজার-৩ ও কক্সবাজার ইনিশিয়েটিভের প্রেসিডেন্ট মোঃ ইলিয়াছ মিয়া কক্সবাজার-৩ আসনের সর্বস্তরের জনগণকে ধন্যবাদ জানান। তিনি চলমান রাজনীতি থেকে জনগণের অধিকার ভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠা এবং দরিদ্র জনগণের সংকট মোকাবেলা করে কক্সবাজার এ মডেল পলিটিক্স বাস্তবায়নে সকলকে তাঁকে ভোট দেওয়ার আহবান জানান। উল্লেখ্য যে, এর আগে মনোনয়ন যাচাই-বাছাই এর সময় প্রার্থীতা বাতিল হয়ে যাওয়ায় ক্ষোভে ও দুঃখে ঐ মাসের মধ্যে স্বপরিবারে কানাডা চলে ঘোষণা দিয়েছিলেন স্বতন্ত্র ও তরুণ এই সংসদ সদস্য প্রার্থী। শেষ পর্যন্ত আদালতের আদেশে আবারো ভোটের মাঠে ফিরে আসল তরুণ উন্নয়ন কর্মী ও স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মোঃ ইলিয়াস।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com