নিজস্ব প্রতিবেদক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরের ছয়টি সংসদীয় আসন থেকে তিনজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তারা আবেদন জমা দেন। সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম রাকিব জানান, বিধি অনুযায়ী যাচাই-বাছাই শেষে চূড়ান্ত তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়া হয়েছে।
মনোনয়নপত্র প্রত্যাহারকারী তিন প্রার্থী হলেন- যশোর-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী আবুল হাসান জহির, যশোর-৩ আসন থেকে এনসিপির খালিদ সাইফুল্লাহ ও যশোর-৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী ফারহান সাজিদ। এছাড়া যশোর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী জহুরুল ইসলাম সংবাদ সম্মেলন করে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। ফলে যশোরের ৬টি আসনে এখন চূড়ান্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছেন ৩৪ জন প্রার্থী।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আজ বুধবার (২১ জানুয়ারি) সকাল ৯টা থেকে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতীক হাতে পাওয়ার পর আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে প্রার্থীরা তাদের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু করতে পারবেন।
বর্তমানে যশোর-৫ (মণিরামপুর) আসনে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী শহীদ মো. ইকবাল হোসেন নির্বাচনী লড়াইয়ে থাকায় সেখানে ত্রিমুখী লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। অন্যদিকে যশোর-২ আসনের জহুরুল ইসলাম সরে দাঁড়ালেও কারিগরি কারণে তার নাম ব্যালটে থাকার সম্ভাবনা নিয়ে জটিলতা তৈরি হয়েছে।
জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান জানিয়েছেন, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। যশোরের ৬টি আসনে এবার মোট ২৪ লাখ ৭১ হাজার ৯০৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচন সুষ্ঠু করতে ৮২৪টি কেন্দ্রে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com