নিজস্ব প্রতিবেদক
যশোরের শার্শা উপজেলার গোগা ও রুদ্রপুর সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। সোমবার (১২ জানুয়ারি) সকালে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, অভিযানে ৫২ বোতল ‘উইনসেরেক্স’ (WINCEREX) সিরাপ এবং ৫০ বোতল এস্কাফ’ (ESKUF) সিরাপ জব্দ করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, সীমান্তে মাদক ও চোরাচালান দমনে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে গত রাতে রুদ্রপুর ও গোগা বিওপির টহল দল সীমান্ত এলাকায় অবস্থান নেয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা দুটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ওই বস্তা তল্লাশি করে মোট ১০২ বোতল আমদানিনিষিদ্ধ ভারতীয় মাদক উদ্ধার করা হয়।
২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, সীমান্ত এলাকায় মাদক ও যে কোনো ধরনের চোরাচালান বন্ধে বিজিবি জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। পাচারকারী চক্রকে ধরতে সীমান্তে গোয়েন্দা নজরদারি এবং নিয়মিত টহল কয়েকগুণ বাড়ানো হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন যে, দেশের যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে বিজিবির এই ধরনের চিরুনি অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে। উদ্ধারকৃত মাদকদ্রব্যগুলো আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com