নিজস্ব প্রতিবেদক
যশোরে আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়ন এবং অপরাধ দমনে পুলিশ সদর দপ্তরের বিশেষ নির্দেশনায় শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম শুরু করেছে জেলা পুলিশ। শনিবার (১০ জানুয়ারি) (বিকাল ৪টা থেকে শহরের প্রবেশপথ ও ব্যস্ত প্রধান মোড়গুলোতে একযোগে এই বিশেষ অভিযান শুরু হয়ে চলে সন্ধা ৬টা পর্যন্ত। দেশব্যাপী চলা এ অভিযানের অংশ হিসেবে যশোর শহরের জজকোর্ট মোড়, দড়াটানা চৌরাস্তা, মণিহার চত্বর, চাঁচড়া চেকপোস্ট ও পালবাড়ি মোড়সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের একাধিক টিম মোতায়েন করা হয়। প্রতিটি চেকপোস্টে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা সতর্ক অবস্থান নিয়ে যানবাহন থামিয়ে তল্লাশি চালান। এছাড়াও বিভিন্ন উপজেলার মোড়ে মোড়ে চলে এমন তল্লাশি। এ সময় সন্দেহভাজন মোটরসাইকেল আরোহী, প্রাইভেটকার ও মাইক্রোবাস থামিয়ে তল্লাশি করা হয়। যানবাহনের বৈধ কাগজপত্র যাচাইয়ের পাশাপাশি চালক ও আরোহীদের পরিচয় নিশ্চিত করা হয়। প্রয়োজনে জিজ্ঞাসাবাদও করা হয়। নানা অসংগতির কারণে অসংখ্য যানবহন জব্দ ও মালিকের বিরুদ্ধে মামলাও করা হয়।
অভিযান সম্পর্কে যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জানান, পুলিশ সদর দপ্তরের বিশেষ নির্দেশনা অনুযায়ী জেলা পুলিশ এই কার্যক্রম শুরু করেছে। তিনি বলেন, শহরের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, মাদক ও অবৈধ অস্ত্রের ব্যবহার রোধ এবং অপরাধীদের অবস্থান শনাক্ত করাই এই চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রমের মূল উদ্দেশ্য।
তিনি আরও জানান, জনস্বার্থে এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান নিয়মিত জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পরিচালনা করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com