যশোর প্রতিনিধি//
যশোরে স্বর্ণের বারসহ গ্রেফতার ১
পাচারের সময় ১১৮.৭৫ গ্রাম ওজনের দুইটি স্বর্ণের বারসহ শরিফুল ইসলাম (৫৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক শরিফুল সাতক্ষীরার কলারোয়া থানার কাকডাঙ্গা দক্ষিণ কেড়াগাছি গ্রামের রশিদের ছেলে।
বিজিবি জানায়,গত ৯ নভেম্বর রাত ৮,৩০ মিনিটের দিকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে যশোর নড়াইল সড়কের বাউলিয়া বাজারের পাশ থেকে এক ব্যক্তিকে আটক করে। তাকে তল্লাশি চালিয়ে কোমরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১১৮.৭৫ গ্রাম ওজনের দুইটি স্বর্ণের বার পাওয়া যায়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ৭৫২ টাকাও জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে শরিফুল জানায়,সে ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণের বার সংগ্রহ করে বেনাপোল হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিল।
জব্দকৃত স্বর্ণ, মোবাইল ও নগদ টাকাসহ মোট বাজার মূল্য ২০ লাখ ৭৫ হাজার ৮ টাকা বলে জানিয়েছে বিজিবি।
আটককৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে তাকে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com