নিজস্ব প্রতিবেদক
যশোর জেলা প্রশাসক (ডিসি) কার্যালয় বা কালেক্টরেট চত্বরে সাধারণ মানুষের অবাধ যাতায়াত ও টিকটক করা সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে জেলা প্রশাসন এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।
সম্প্রতি কালেক্টরেট চত্বরের পুকুরপাড় সংস্কার, টাইলস স্থাপন এবং রঙিন মাছ ছাড়ার ফলে এলাকাটি স্থানীয়দের কাছে বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছিল। প্রতিদিন বিকেলে অসংখ্য মানুষ এখানে ছবি তুলতে এবং টিকটক ভিডিও তৈরি করতে ভিড় করতেন। তবে বর্তমানে জেলা প্রশাসকের কার্যালয় নির্বাচনী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় হিসেবে ব্যবহৃত হওয়ায় এবং আইনশৃঙ্খলা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী, নির্বাচনের আগ পর্যন্ত এখানে জনসাধারণের প্রবেশ সীমিত করা হয়েছে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা জানান, জেলা প্রশাসকের নির্দেশে সোমবার থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। তবে সেবাগ্রহীতারা প্রয়োজনীয় দলিলাদি প্রদর্শন করে দাপ্তরিক কাজের জন্য ভেতরে প্রবেশ করতে পারবেন। নির্বাচন পরবর্তী সময়ে জনসাধারণের প্রবেশের বিষয়ে পুনরায় সিদ্ধান্ত নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com