নিজস্ব প্রতিবেদক
যশোরের পুলেরহাট এলাকায় লিটন নামক এক ব্যক্তির তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় রাত ৮টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় যশোর ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুনের তীব্রতা বেশি হওয়ায় ৪টি ইউনিট কাজ শুরু করে।
যশোর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম জানান, খবর পাওয়ার পর দ্রুত আমরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করি। আমাদের প্রধান লক্ষ্য ছিল আগুন যেন তুলার গোডাউন থেকে আশেপাশে ছড়িয়ে না পড়ে। আমরা সফলভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছি, ফলে পাশের বসতবাড়িগুলোর কোন ক্ষয় ক্ষতি হয়নি।
আগুনে তুলার গোডাউনটির মালমাল ও টিন পুরে যাওয়ার পাশাপাশি পাশের একটি সার ও কীটনাশকের গোডাউনও ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত সার ব্যবসায়ী কআব্দুর রাজ্জাক জানান, আগুনের তাপে এবং উদ্ধার তৎপরতার সময় তার গোডাউনের আনুমানিক ৫ থেকে ৭ লাখ টাকার মালামাল নষ্ট হয়েছে। তবে গোডাউনের মালামাল পুরোপুরি পরীক্ষা করার পর ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যাবে বলে তিনি উল্লেখ করেন।
অগ্নিকাণ্ডের ঘটনার পরপরই নিরাপত্তার স্বার্থে পুরো পুলেরহাট এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এছাড়া ফায়ার সার্ভিসের কাজের সুবিধার্থে এবং নিরাপত্তার জন্য যশোর-বেনাপোল সড়কে যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয় প্রশাসন। এর ফলে সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশ এবং সেনাবাহিনীর বিপুল সংখ্যক সদস্য সক্রিয় ভূমিকা পালন করেন। তারা ভিড় সামলানো এবং উদ্ধারকাজে সার্বিক সহযোগিতা করেন।
প্রাথমিকভাবে আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। ফায়ার সার্ভিস তদন্ত সাপেক্ষে আগুনের উৎস ও মোট ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করবে বলে জানিয়েছে।
[10/01, 9:24 am] যশোর জেলা মিন্টু শেখ খু: বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তারেক রহমান
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে দলের চেয়ারম্যান পদটি শূন্য হয়। এ প্রেক্ষিতে বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় স্থায়ী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে শূন্য পদে আনুষ্ঠানিকভাবে বিএনপির চেয়ারম্যান হিসেবে তারেক রহমানকে দায়িত্ব প্রদান করা হয়। এর মাধ্যমে তিনি দলীয় গঠনতন্ত্র অনুসারে বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
৯ জানুয়ারি শুক্রবার রাতে গুলশানে স্থায়ী কমিটির জরুরি বৈঠকে শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর তারেক রহমানকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়। এরপর থেকেই কার্যত তার নেতৃত্বেই দল পরিচালিত হয়ে আসছে।করোনাভাইরাস পরিস্থিতিতে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তৎকালীন আওয়ামী লীগ সরকার ২০২০ সালের ২৫ মার্চ শর্তসাপেক্ষে খালেদা জিয়াকে মুক্তি দেয়। শর্ত অনুযায়ী তিনি রাজনীতি করতে পারবেন না এবং চিকিৎসার জন্য বিদেশে যেতে পারবেন না। ফলে তিনি সক্রিয় রাজনীতি থেকে দূরে ছিলেন।
পরবর্তীতে ২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৬ আগস্ট রাষ্ট্রপতির আদেশে খালেদা জিয়া মুক্তি পেলেও তিনি আর রাজনীতিতে ফিরে আসেননি। চলতি বছরের ৩০ ডিসেম্বর তিনি ইন্তেকাল করেন।


