ঢাকাWednesday , 29 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • যশোর শহরের বকচর এলাকায় চোরাই ট্রাকের যন্ত্রাংশসহ গ্রেফতার ৩

    admin
    October 29, 2025 11:34 pm
    Link Copied!

    নিজস্ব প্রতিবেদক

    যশোর শহরের বকচর এলাকা এলাকায় চোরাই ট্রাকের যন্ত্রাংশসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৯ অক্টোবর) সকাল ১১টার দিকে খুলনা মেট্রোপলিটন পুলিশের একটি বিশেষ দল যশোর কোতোয়ালি থানার সহযোগিতায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, ওই এলাকার তুফান, রবি ও ইকবাল।

    পুলিশ জানায়, এক মাস আগে খুলনা মেট্রো এলাকার হরিণটানা থানা থেকে টাটা কোম্পানির ৪০৭ মডেলের একটি ট্রাক চুরি হয়। এ ঘটনায় মামলা হওয়ার পর তদন্তে জানা যায়, ট্রাকটি যশোরের বকচর এলাকার একটি চোরাই গাড়ি সিন্ডিকেটের কাছে বিক্রি করা হয়েছে।

    অভিযানে নিউ স্বপ্নীল মোটর পার্টস দোকান থেকে ট্রাকের কেবিন, টায়ার ও অন্যান্য যন্ত্রাংশ উদ্ধার করা হয়। দোকানের মালিক তুফানকে আটক করলে তিনি জানান, রবি ও ইকবাল নামে দুই ব্যক্তির কাছ থেকে ট্রাকটি কিনেছেন। পরে পুলিশ ওই দুজনকেও গ্রেফতার করে।

    তদন্ত কর্মকর্তা হরিণটানা থানার এসআই রেজোয়ান কবির বলেন, আসামিদের যশোর কোতোয়ালি থানায় রেখে জিজ্ঞাসাবাদ শেষে খুলনায় নেওয়া হয়েছে। তাঁদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে এবং বকচর এলাকার আরও কয়েকজন মোটর পার্টস ব্যবসায়ীর নাম পুলিশের তালিকায় এসেছে।

    স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করেন, পুলিশের নজরদারির অভাবে বকচর এলাকা এখন চোরাই গাড়ি বেচাকেনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বিভিন্ন জেলা থেকে সংঘবদ্ধ চক্র এখানে চুরি করা ট্রাক, মাইক্রোবাস ও প্রাইভেটকার বিক্রি করছে। তাঁরা এই চক্রের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

    উল্লেখ্য, সম্প্রতি যশোরে ডিবি পুলিশের অভিযানে পুরাতন লোহা ও মোটর পার্টস ব্যবসায়ী মালিক সমিতির আলোচিত নেতা মাসুদ আলম আটক করা হয়। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ট্রাক চুরি মামলার সূত্র ধরে শনিবার রাতে যশোরে যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার দখল থেকে চোরাই মালামাল উদ্ধার করা হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST