মোঃ সাইফুল ইসলাম, নাসিরনগর, ব্রাক্ষণবাড়ীয়া প্রতিনিধি,
আজ ০৯জানুয়ারী ২০২৬ ইং বেলা আনুমানিক দেড় ঘটিকায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাহ্মণবাড়িয়া জেলার নাসির নগর উপজেলার হরিপুর পূর্বপাড়া নামক স্থান থেকে বাংলাদেশ সেনাবাহিনীর নাসিরনগর আর্মি ক্যাম্প কমান্ডার মেজর ইমরান মাসুম সাব্বিরের নেতৃত্বে একটি বিশেষ টহল দল যৌথ অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভুক্ত হত্যা মামলার আসামী সাবেক চেয়ারম্যান জামাল মিয়াকে (৫১) কে গ্রেপ্তার করে। সেনাবাহিনীর নেতৃত্ব যৌথবাহিনী কর্তৃক হত্যা মামলার আসামী আটক এবং যৌথ বাহিনীর টহল পরিচালনা করায় এলাকায় স্বস্তি বিরাজ করছে বলে বলে জানা যায়।
যৌথ বাহিনী কর্তৃক আটককৃত হত্যা মামলার আসামী সাবেক চেয়ারম্যান জামাল মিয়া পূর্বপাড়া হরিপুর গ্রামের আবুলাল মিয়া (৫৫) পিতাঃ দুনু মিয়া কে হত্যা করার মামলায় ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেফতার করা হয়।
আসামির নাম ও স্থায়ী ঠিকানা,
নাম: মো: জামাল মিয়া (৫১) পিতা: মৃত তোতা মিয়া, গ্রাম: হরিপুর (পূর্বপাড়া) পো: হরিপুর থানা নাসিরনগর, জেলা: ব্রাক্ষণবাড়ীয়া।
আসামিকে যৌথবাহিনী গ্রেফতারের পর নাসিরনগর থানায় হস্তান্তর করেছে। নাসিরনগর থানা পুলিশ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে আসামীকে কোর্টে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com