অতুল সরকারঃ রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর পাংশায় ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে ইট ভাটায় বিক্রির অভিযোগে ১৩ জনকে ১৫ দিনের কারাদণ্ড ২ জনকে মোট ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) পাংশা উপজেলার যশাই ইউনিয়নের সমশপুর গ্রামে এ অভিযান পরিচালনা করেন, পাংশার সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাদ। অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী অবৈধভাবে মাটি কাটার সঙ্গে জড়িত ১৩ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন—
১. আজাদ খা, ২. বাদশা মন্ডল, ৩. আরিফুল ইসলাম, ৪. মনা শেখ, ৫. আমিন শেখ, ৬. মলিন শেখ, ৭. শান্ত শেখ, ৮. শুকুর, ৯. লোকনুজ্জামান, ১০. রাসেল খান, ১১. সজীব প্রামানিক, ১২. সোহাগ মন্ডল ও ১৩. আল আমিন।
এছাড়া অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে আসলাম ও রাকিব সরদার নামে ২ জনকে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে ।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাদ বলেন, ফসলি জমি দেশের গুরুত্বপূর্ণ সম্পদ। এসব জমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করা পরিবেশ ও কৃষির জন্য মারাত্মক ক্ষতিকর। এ ধরনের বেআইনি কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না।
তিনি আরও বলেন, জনস্বার্থে এবং কৃষি জমি রক্ষায় ভবিষ্যতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান আরও জোরদার করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com