ঢাকাTuesday , 25 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • রাজশাহী-১ আসনে প্রার্থী বদলের দাবি জোরালো হচ্ছে

    admin
    November 25, 2025 6:06 pm
    Link Copied!

    মোঃতানজিলুল ইসলাম লাইক রাজশাহী :

    রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পেয়েছেন সাবেক সেনা কর্মকর্তা শরীফ উদ্দিন। রাজনীতির মাঠে অনুপস্থিত শরীফ উদ্দিনকে মনোনয়ন দেয়ার পর থেকেই তা বাতিলের দাবিতে মাঠে নেমেছেন বিএনপির একাংশের নেতাকর্মীরা। প্রতিদিনই নির্বাচনী এলাকায় চলছে বিক্ষোভ, সমাবেশ।

    খোঁজ নিয়ে জানা গেছে, রাজশাহী-১ আসনে মনোনয়ন বঞ্চিত অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেকের অনুসারীরা মনোনয়ন বদলের দাবিতে লাগাতার কর্মসূচি পালন করছেন। গত শনিবার বিকালে তারেকের অনুসারীরা চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়ক অবরোধ করে কাফনের কাপড় পরে বিক্ষোভ সমাবেশ করেছেন। মঙ্গলবার তানোর উপজেলা সদরে বিক্ষোভ সমাবেশ করেছেন। এর আগেও একাধিকার তারেক অনুসারীরা মহাসড়কে শুয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন।

    তারেক অনুসারীদের দাবি- এ আসনে শরিফ উদ্দিন প্রার্থী থাকলে জামায়াতের প্রার্থী মজিবুর রহমানের জিতে যাওয়ার সম্ভাবনা আছে। তাদের আরও দাবি জেনারেল শরিফ আগে কোনোদিন রাজনীতিতে ছিলেন না। তিনি মাঠের রাজনীতি ভালো বুঝতে পারছেন না। প্রার্থী বদল হলে আসনটি বিএনপির ঘরে যাবে। তারাও এ বিষয়ে কেন্দ্রের হস্তক্ষেপ চাইছেন।

    রাজশাহী-১ আসনে মনোনয়নবঞ্চিত গোদাগাড়ী উপজেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক জানান, প্রার্থী বদলের দাবিতে দলীয় নেতাকর্মীরা আন্দোলনে নামলে আমি তাদের নিবৃত করতে পারি না। কারণ যারা প্রার্থী বদলের দাবি করছেন তারাও বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী। দলের প্রতি তাদেরও গভীর আনুগত্য আছে। তারা দলকে ভালোবাসেন। তারা দলের এমন প্রার্থী চাইছেন যিনি এলাকায় বেশি জনপ্রিয়। আমি শেষ রক্তবিন্দু দিয়ে হলেও তাদের সঙ্গে থাকব। আমি এটাও আশা করি প্রার্থী বদল করে দল আমাকেই মনোনয়ন দেবে।
    এদিকে মঙ্গলবার সন্ধ্যায় সুলতানুল ইসলাম তারেকের সমর্থকরা মশাল মিছিল বের করলে তাতে হামলা চালায় শরীফের সমর্থকরা। দু’পক্ষের মধ্যে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST