রতন রায় :কুড়িগ্রাম প্রতিনিধি।
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় বাজারের বিভিন্ন ফার্মেসিতে অবৈধ ও নিম্নমানের ওষুধ বিক্রি ও এন্টিবায়োটিকের অনিয়মিত বিক্রির বিরুদ্ধে কঠোর অভিযান চালানো হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টা থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত রাজারহাট উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের ড্রাগ সুপার মোঃ হাফিজুর রহমান মিয়া। সার্বিক সহযোগিতা করে রাজারহাট থানা পুলিশ।
অভিযানে ‘ঔষধ ও কসমেটিকস আইন ২০২৩’ এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে রাজারহাট বাজারের মা মেডিসিন কর্ণার, সিফা ফার্মেসি, শাহীন মেডিসিন কর্ণার, আশা ফার্মেসি এবং খন্দকার ফার্মেসিসহ মোট পাঁচটি ফার্মেসিকে ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়।
কর্তৃপক্ষ জানায়, ওষুধের মান নিয়ন্ত্রণ, এন্টিবায়োটিক রেজিস্টার সংরক্ষণ এবং বৈধ লাইসেন্স নিশ্চিত করতেই এ অভিযান করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এসময় ক্রেতাদের মেয়াদোত্তীর্ণ ওষুধ না কেনা, সঠিক দাম যাচাই করা এবং রেজিস্টার্ড ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া এন্টিবায়োটিক না কেনার আহ্বান জানানো হয়। পাশাপাশি কোনো ধরনের অনিয়ম দেখলে প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ করা হয়।৷