ঢাকাThursday , 13 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন

রাজারহাটে সরকারি সড়ক অবরোধ করে বহুতল ভবন নির্মাণের পায়তারা: এলাকাজুড়ে তীব্র ক্ষোভ

admin
November 13, 2025 8:03 pm
Link Copied!

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: মো: জাহিদ হাসান

সরকারি সড়ক স্থায়ীভাবে অবরোধ করে বিকল্প রাস্তা ছাড়াই স্কুল কাম ফ্লাড সেড বহুতল ভবন নির্মাণের পায়তারা করার গুরুতর অভিযোগ উঠেছে রাজারহাট উপজেলার পুটিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে।

​জানা যায়, দ্বিতল ভবন থাকা সত্ত্বেও শিক্ষার্থী সংকট এবং বিদ্যালয়ের বেদখল জমি উদ্ধার না করেই নতুন ভবন নির্মাণ করে খেলার মাঠ নষ্ট করার প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় ক্রীড়াপ্রেমী কিশোর ও যুবকরা। অন্যদিকে, চলাচলের জন্য সরকারি সড়ক উদ্ধার ও মেরামতের দাবিতে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত আবেদন জানিয়েছেন পুটিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক এক ছাত্র। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে প্রায় তিন মাস পর সড়ক উদ্ধারের জন্য তদন্ত করেন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোছা: শামীমা খাতুন।

সড়কের ওপর ভবন নির্মাণের স্থান নির্ধারণ:

​রাজারহাট উপজেলার ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের খালিশা নাখেন্দা গ্রামে অবস্থিত পুটিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৯১৪ সনে ১০৩ শতক জমির ওপর পাঠদান কার্যক্রম শুরু করে। বর্তমানে ১৯৯৬ সালে তৈরি ভবনে পাঠদান চলছে। সম্প্রতি বিদ্যালয়ে স্কুল কাম ফ্লাড সেড বহুতল ভবন নির্মাণ কাজ প্রক্রিয়াধীন রয়েছে। এলাকাবাসীর অভিযোগ, এই নতুন ভবন নির্মাণের স্থান চল্লিশ, বাষট্টি, নব্বইয়ের গেজেটভুক্ত সড়কের ওপরে নির্ধারণ করা হয়েছে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, ১৯১৪ সালে ১০৩ শতকের ওপর কার্যক্রম শুরু হলেও ১৯৪০ ও ১৯৬২ সনে ১০৩ শতক জমি রেকর্ডভুক্ত হয়। কিন্তু নব্বইয়ের দশকে মাত্র ৫৩ শতাংশ জমি রেকর্ড হয়েছে বিদ্যালয়ের নামে। বেনামে রেকর্ড গেজেট প্রকাশ হওয়ার আগেই হয়েছে ক্রয়-বিক্রয়। জমি কমে আসায় সড়ক অবরোধ করে ভবন নির্মাণের সুযোগ নিয়েছেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নিবাস চন্দ্র।

দখলদারিত্বের অভিযোগ ও জনদুর্ভোগ:

​স্থানীয়রা জানান, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোখলেছুর রহমান ও সভাপতি নিবাস চন্দ্রের যোগসাজশে সড়কের জায়গায় সয়েল টেস্ট করানো হয়েছে। অথচ সরকারি সড়কটি সভাপতি নিবাস চন্দ্রের পরিবারের দখলেই রয়েছে। সড়কটি বেদখল হওয়ায় স্কুল ছাত্র-ছাত্রী ও এলাকাবাসীরা ব্যক্তিমালিকানার বিকল্প সংকোচিত পথে চলাফেরা করতে বাধ্য হচ্ছে। অভিযোগ রয়েছে, এই সংকীর্ণ পথকেই স্কুল কাম ফ্লাড সেড জরিপে বিদ্যালয়ের সংযোগ সড়ক হিসেবে দেখানো হয়েছে এবং নিজেরা দখল করা সরকারি সড়কটি বাদ দেওয়া হয়েছে।

​”আমার অভিযোগের দীর্ঘ তিন মাস পরে তদন্ত করেছেন তহসিলদার শামীমা খাতুন। বিদ্যালয়ে শিক্ষার্থী সংকটসহ জমি ক্রয় বিক্রয় হয়েছে। জীবনে প্রথমবার জেনেছি বিদ্যালয়ের জমি বিক্রি করা হয় সেটি আবার শিক্ষা প্রতিষ্ঠান।”

​— এনামুল হক সরকার, সাবেক ছাত্র ও আবেদনকারী

সাবেক ছাত্র এনামুল হক সরকার আরও বলেন, “এখন বিদ্যালয়ের ৪৮ শতাংশ জমি বেদখল ও বেনামে নব্বইয়ের রেকর্ড হয়েছে। যারা ক্রয় করেছে তারাও ভোগদখল করতেছে। বিদ্যালয়ের জমির সঙ্গে কি সরকারি সড়কটিও বিক্রি হয়ে গেছে? এছাড়াও বিদ্যালয়টি একটি ভোট কেন্দ্র। সরকারি সম্পত্তি জমি উদ্ধার চাওয়ায় দুর্বৃত্তরা বিভিন্ন রকমে হুমকি ও হয়রানিরা করা চেষ্টা চালাচ্ছে আমার উপর।”

কর্তৃপক্ষের বক্তব্য:

​ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা শামীমা খাতুন তদন্তের বিষয়টি নিশ্চিত করে বলেন, “আমি তদন্ত করেছি, দ্রুত তদন্ত প্রতিবেদন জমা করব।”

ভবন বিহীন প্রাথমিক বিদ্যালয় রাজারহাট উপজেলায় আছে কিনা জানতে চাইলে রাজারহাট উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: শরীফ আহম্মেদ বলেন, “ভবন বিহীন বিদ্যালয় নেই, মনি ডাকুয়ায় ভবন ছিলোনা সেখানেও ভবন নির্মাণ কাজ চলমান রয়েছে।”

পুটিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন সড়কের জায়গায় নির্মাণের পায়তারা প্রসঙ্গে তিনি বলেন, “সরকারি সড়কের জায়গা অবরোধ করে ভবন নির্মাণ করার এখতিয়ার নেই।” বিদ্যালয়ের জমি ক্রয় বিক্রয় সম্পর্কে জানতে চাইলে তিনি আরো বলেন, “সরকারি বিদ্যালয়ের জমি কিভাবে ক্রয় বিক্রয় হবে, এছাড়া ক্রয় বিক্রয় বিষয়টি আমি অবগত নই।”

স্থানীয়দের দাবি, অনতিবিলম্বে সরকারি সড়ক উদ্ধার ও বিদ্যালয়ের বেদখল হওয়া জমি দখলমুক্ত করে খেলার মাঠ রক্ষা এবং যথাযথ স্থানে নতুন ভবন নির্মাণ করা হোক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by: BD IT HOST