ঢাকাThursday , 27 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • রানাপাশা ইউনিয়নে শতভাগ জন্ম ও মৃ*ত্যু নিবন্ধন সংক্রান্ত পাইলট কর্মসূচি অনুষ্ঠিত

    admin
    November 27, 2025 6:11 pm
    Link Copied!

    মাহবুব হাসান, ঝালকা‌ঠি থে‌কে//

    ঝালকাঠির নলছিটি উপজেলার ৪ নম্বর রানাপাশা ইউনিয়নে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করতে একটি পাইলট কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ ২৭ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার বিকেল ৪টায় ইউনিয়ন পরিষদ চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় জনসচেতনতা বৃদ্ধি, প্রশাসনিক কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়ন এবং নাগরিক অধিকার নিশ্চিতে নিবন্ধনের গুরুত্ব তুলে ধরা হয়।

    আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোসাম্মাৎ কাজল রেখা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রানাপাশা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জনাব জাহিদুল ইসলাম লাবু। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্মকর্তা মো. শফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন আহ্বায়ক জুলফিকার আলী জুলহাস শিকদার, যুবদল নেতা মোস্তফা কামালসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    সভায় বক্তারা বলেন—জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের মৌলিক পরিচয়ের আইনি স্বীকৃতি। শিক্ষা, স্বাস্থ্য, ভোটার নিবন্ধন, উত্তরাধিকার, পাসপোর্ট, চাকরি—প্রতিটি ক্ষেত্রেই জন্মনিবন্ধন অপরিহার্য। মৃত্যু নিবন্ধনও সমানভাবে গুরুত্বপূর্ণ, কারণ এটি সরকারি নথিতে একজন নাগরিকের আইনগত তথ্য হালনাগাদ করে।

    প্রধান অতিথি জনাব জাহিদুল ইসলাম লাবু তাঁর বক্তব্যে বলেন—”একটি ইউনিয়নের উন্নয়ন কাঠামো সঠিকভাবে পরিকল্পনা করতে হলে সঠিক জনসংখ্যা তথ্য অত্যন্ত জরুরি। জন্ম–মৃত্যু নিবন্ধনের মাধ্যমে সেই তথ্যই নিশ্চিত হয়।” তিনি আরও জানান, রানাপাশা ইউনিয়নকে শতভাগ নিবন্ধনশীল ইউনিয়নে পরিণত করতে প্রশাসন ও স্থানীয় প্রতিনিধিরা সমন্বিতভাবে কাজ করছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST