মোসা বেবিয়ারা খাতুন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাদক, বাল্যবিয়ে, ইভটিজিং, সন্ত্রাস দমনে ৪ নং বিট পুলিশিং এর আয়োজনে বিট পুলিশিং সভা ও ওঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ২২ জানুয়ারি বৃহস্পতিবার বিকেল ৩:০০ টার সময় শিবগঞ্জ থানাধীন শাহাবাজপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন নলডুবরী বাজারে ইউপি চেয়ারম্যান মোহাম্মদ নিজামুল হক এর সভাপতিত্বে ও সহকারী বিট অফিসার এ,এস আই (নিঃ) সাহেদ হোসেন এর সঞ্চলনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহাবাজপুর ইউনিয়নের বিট অফিসার এস.আই পিয়ারুল ইসলাম, (পিপিএম), আরোও উপস্থিত ছিলেন, প্যানেল চেয়ারম্যান মোঃ ইসমাইল হোসেন, তোজাম্মেল হক, কাসেদ আলী, আঃ রশিদ, ওয়ার্ড সদস্যা মোসাঃ রুমালী খাতুন, শিল্পীয়ারা খাতুন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ।
বিট অফিসার পিয়ারুল ইসলাম তার বক্তোব্য বলেন, মাদক, বাল্যবিয়ে, ইভটিজিং, সন্ত্রাস, ও বিভিন্ন অপরাধ দমনে পুলিশের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন এবং অত্র শাহাবাজপুর এলাকার জনগনের সহযোগিতা কামনা করেন এ ছাড়াও এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার্থে ডাকাতি, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জনগণের নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা রক্ষায় পুলিশ আইনী ভূমিকা গ্রহণসহ আইনগতভাবে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com