মোসা বেবিয়ারা খাতুন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চলমান তীব্র শীতে সীমান্তবর্তী এলাকার শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর উদ্যোগে শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ সোমবার (৬ জানুয়ারি ২০২৬) ৫৩ বিজিবির আওতাধীন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ফতেপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকা এবং ৯ নম্বর দুলভপুর ইউনিয়নের গ্রাম-কুপিপাড়া, ডাকঘর-দুলভপুর, থানা-শিবগঞ্জ এলাকায় এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় সীমান্তবর্তী এলাকার প্রায় ৩০০ জন শীতার্ত ও অসহায় মানুষের মাঝে ৩০০টি শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্নেল সৈয়দ কামাল হোসেন, পিএসসি, উপ-মহাপরিচালক (সেক্টর কমান্ডার), সেক্টর সদর দপ্তর, রাজশাহী।


